‘ডন ৩’ ছাড়তেই রণবীরের সঙ্গে বিবাদে ফারহান আখতার! রেগেমেগে জানেন কী করলেন পরিচালক?
জনপ্রিয় প্ল্যাটফর্ম রেডডিটে (Reddit) এক নেটিজেনের পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। সেই পোস্টে বলা হয়েছে, "ফারহান আখতার ইনস্টাগ্রামে রণবীর সিংকে আনফলো করেছেন। ডন ৩ নিয়ে তৈরি হওয়া ঝামেলার জেরেই কি এই পদক্ষেপ? মনে হচ্ছে রণবীর আর ফারহানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। খুব শীঘ্রই আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে।"

শাহরুখ খানের উত্তরসূরি হিসেবে ‘ডন’-এর জুতোয় পা গলানোর কথা ছিল রণবীর সিংয়ের। কিন্তু সেই ঘোষণা হওয়ার কিছুদিনের মধ্যেই খবর আসে যে, রণবীর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর
অভিনেতা নিজের কাজের তালিকায় বদল এনেছেন। তবে বিতর্কের সূত্রপাত হয়েছে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে, যেখানে দাবি করা হয়েছে ফারহান আখতার ইনস্টাগ্রামে রণবীরকে ‘আনফলো’ করেছেন।
জনপ্রিয় প্ল্যাটফর্ম রেডডিটে (Reddit) এক নেটিজেনের পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। সেই পোস্টে বলা হয়েছে, “ফারহান আখতার ইনস্টাগ্রামে রণবীর সিংকে আনফলো করেছেন। ডন ৩ নিয়ে তৈরি হওয়া ঝামেলার জেরেই কি এই পদক্ষেপ? মনে হচ্ছে রণবীর আর ফারহানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। খুব শীঘ্রই আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে।”
এই পোস্টের নিচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ একে পেশাদারী সংঘাত বলছেন, আবার কেউ বলছেন পর্দার পেছনের সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত।
রণবীরের প্রস্থানের পর ফারহান আখতার কি নতুন কোনো ডনের খোঁজ করবেন? পিঙ্কভিলার একটি রিপোর্ট বলছে অন্য কথা। সূত্রের খবর, তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না ফারহান। তিনি মনে করেন, ‘ডন’-এর চরিত্রের কাস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য আরও সময় প্রয়োজন। তাই আপাতত ‘ডন ৩’-এর কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
‘ডন’ আপাতত বিশ বাঁও জলে থাকলেও ফারহান তাঁর অন্য একটি বড় প্রজেক্ট ‘জি লে যারা’ (Jee Le Zaraa) নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করছেন। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই বহুল প্রতীক্ষিত ছবিটির কাজ দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। সূত্রের দাবি, ‘ডন ৩’ নিয়ে সময় নষ্ট না করে ফারহান এখন এই প্রমীলা বাহিনীর রোড ট্রিপের গল্পটিকেই পর্দায় নামাতে বেশি আগ্রহী। বলিউডে পরিচালক এবং অভিনেতার মধ্যেকার এই ঠান্ডা লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে অনুগামীরা।
