বিয়ে করছেন কবে? উত্তরে ফতিমা বললেন…
TV9 বাংলা ডিজিটাল: ছোট করে কাটা চুল। মুখে হার না মানা জেদ। কুস্তির ময়দানে বাবার স্বপ্নপূরণ করেছিল সেই মেয়ে। রিয়েল লাইফের সত্যি ঘটনা রিল লাইফে যাঁর অভিনয়ে প্রাণ পেয়েছিল তিনি ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। ‘দঙ্গল’-এ আমির খানের সঙ্গে অভিনয় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল অনেকটাই। ছোটবেলায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বটে। কিন্তু ফতিমা ‘দঙ্গল’ […]

TV9 বাংলা ডিজিটাল: ছোট করে কাটা চুল। মুখে হার না মানা জেদ। কুস্তির ময়দানে বাবার স্বপ্নপূরণ করেছিল সেই মেয়ে। রিয়েল লাইফের সত্যি ঘটনা রিল লাইফে যাঁর অভিনয়ে প্রাণ পেয়েছিল তিনি ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। ‘দঙ্গল’-এ আমির খানের সঙ্গে অভিনয় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল অনেকটাই। ছোটবেলায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বটে। কিন্তু ফতিমা ‘দঙ্গল’ পরবর্তী ফিল্মি কেরিয়ার নিয়ে অনেক বেশি সচেতন। অভিনয়ই এখন তাঁর পেশা এবং নেশা। তবে শুধু ফিল্মি কেরিয়ার নয়, ফতিমার ব্যক্তিজীবন নিয়েও দর্শকের কৌতূহল রয়েছে।
অভিষেক শর্মা পরিচালিত ‘সূরয পে মঙ্গল ভারী’ ফতিমার পরবর্তী রিলিজ। সম্প্রতি সেই ছবির প্রচারে ফতিমার ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জানতে চাওয়া হয় তাঁর বিয়ের প্ল্যান (wedding plans)? এই প্রশ্নের উত্তরে ফতিমা বলেন, “আমার প্রিয় বন্ধুর বিয়ে হচ্ছে। বিয়ে নিয়ে আমার ধারণা অতটুকুই যে, ওর বিয়েতে যেতে হবে। আমার তো বিয়ে করার কোনও পরিকল্পনা নেই।”
ফতিমার এই উত্তরের পর তাঁর লভ লাইফ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে সিনে মহলে। হতে পারে এখন ফোকাসে কেরিয়ার। তাই বলে কি, কয়েক বছর পরেও বিয়ের কথা ভাববেন না? এ প্রশ্ন করছেন অনুরাগীদের একটা বড় অংশও।
‘সূরয পে মঙ্গল ভারী’-এ এক মধ্যবিত্ত পরিবারের মহারাষ্ট্রের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফতিমা। নিজের পছন্দের অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন তিনি। প্রতিদিন মনোজের থেকে নতুন কিছু শিখেছেন বলে জানিয়েছেন ফতিমা।এই প্রথম তিনি কাজ করলেন দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও। এছাড়াও অন্নু কপূর, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া, সুপ্রিয়া পিলগাঁওকর, নীরজ সুদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, করিশ্মা তন্নার মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।





