ভারতে নিষিদ্ধ পাকিস্তানি ছবি ও সিরিজ, কড়া নির্দেশ কেন্দ্রের
পহেলগাঁও হত্য়ালীলার যোগ্য বদলা পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর। মঙ্গলবারে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর থেকেই ভারত-পাক সীমান্তে যুদ্ধের আবহ। এরই মাঝে পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর হল কেন্দ্রীয় সরকার।

পহেলগাঁও হত্য়ালীলার যোগ্য বদলা পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর। মঙ্গলবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর থেকেই ভারত-পাক সীমান্তে যুদ্ধের আবহ। এরই মাঝে পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর হল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানি তারকাদের পর এবার ভারতে নিষিদ্ধ হল পাক ছবি, ড্রামা ও সিরিজ। এমনকী, এদেশে নিষিদ্ধ করা হল পাক ওটিটি প্ল্যাটফর্মকেও। বৃহস্পতিবার তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ওটিটি প্ল্য়াটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পাকিস্তানের ওয়েব সিরিজ, ছবি, গান, পডকাস্ট সম্প্রচার বন্ধ করে দিতে হবে এবং দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার প্রতিবাদে মুখ খুলেছিলেন জনপ্রিয় দুই পাক অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। তবুও ভারতের নিষেধাজ্ঞার কবলে পড়ে নিষিদ্ধ হয়েছে তাঁদের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট ও ভারতে আসা-যাওয়া। অন্যদিকে ফাওয়াদ খানের নতুন ছবি আবির গুলালের মুক্তিও আটকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মাঝে পাকিস্তানের মাটিতে ভারতের অপারেশন সিঁদুর। এদিকে ভারতের আপামর জনতার মধ্যে পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব উচ্ছ্বাস এনে দিয়েছে, তো অন্যদিকে পাক তারকারা এই অপারেশন সিঁদুরকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে বর্ণনা করছেন। সোশাল মিডিয়ায় ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমির তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই যোগ্য জবাবকে।
অভিনেত্রী হানিয়া আমির লিখলেন, কোনও শব্দ খুঁজে পাচ্ছি না এই ধরনের ঘটনাকে নিয়ে কিছু বলার। যন্ত্রণা হচ্ছে, একটা শিশুর মৃত্যু হয়েছে, পরিবার শেষ হয়ে গিয়েছে। এভাবে দেশের সুরক্ষা দেওয়া যায় না। নিরীহ মানুষের উপর মিসাইল ছুঁড়ে, এ কেমন কৌশল! এটা লজ্জাজনক, কাপুরুষের মতো আচরণ। আমরা দেখে নিচ্ছি তোমাদের। অন্যদিকে মাহিরা লিখলেন, এই আক্রমণ কাপুরুষোচিত। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক। সুবুদ্ধি যেন ফেরে সবার। সোশাল মিডিয়ায় ফাওয়াদ উঠলেন গর্জে। ‘কাপুর অ্যান্ড সন খ্যাত’ অভিনেতা ফাওয়াদ লেখেন, বন্ধ হোক এই হিংসা। আগুনের উপর আর বারুদ ফেলবেন না। এই যুদ্ধে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। সুস্থ হোক পরিবেশ। পাকিস্তান জিন্দাবাদ।
In the interest of national security, all OTT platforms, media streaming platforms and intermediaries operating in India are advised to discontinue the web-series, films, songs, podcasts and other streaming media content, whether made available on a subscription based model or… pic.twitter.com/8yjP6ULNEU
— ANI (@ANI) May 8, 2025
