গ্র্যামিতে মনোনিত দুই ‘শংকর’

তবে এবার তিনিই শুধুই একা নন, এদেশের আরেক শঙ্করও মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছেন। বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবনের ফিউশন গ্রুপ শক্তি এবার জায়গা করে নিল গ্র্য়ামি পুরস্কারে।

গ্র্যামিতে মনোনিত দুই শংকর

|

Nov 08, 2025 | 2:52 PM

ফের গ্র্যামিতে নজর কাড়লেন কিংবদন্তি রবি শঙ্কর কন্য়া সেতারবাদরক অনুষ্কা শঙ্কর। তবে এবার তিনিই শুধুই একা নন, এদেশের আরেক শঙ্করও মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছেন। বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবনের ফিউশন গ্রুপ শক্তি এবার জায়গা করে নিল গ্র্য়ামি পুরস্কারে।

এবারের গ্র্য়ামিতে অনুষ্কা শঙ্করের ঝুলিতে রয়েছে দুটি মনোনয়ন। ‘চ্যাপ্টার ৩: উই রিটার্ন টু লাইট’ অ্য়ালবামের জন্য তিনি বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, অনুষ্কা ড্রে-ব্রেক পারফরম্যান্সের জন্যও এই একই বিভাগে মনোনিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ”আজকের দিনটা খুবই অদ্ভুত। একদিকে ভয়ঙ্কর মাইগ্রেনের ব্যথায় ভুগছি। অন্যদিকে আমার ১২ তম, ১২তম গ্র্যামির নমিনেশন। দারুণ অনুভূতি। সঙ্গে দারুণ ব্যথা। এখন আমাকে ঘুমোতেই হবে। ”

অন্যদিকে গ্র্য়ামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত শঙ্কর মহাদেবনও। শঙ্কর মহাদেবনের ফিউশন গ্রুপ শক্তি, গিটার বাদক জন ম্যাকলোহিন দুটি নমিনেশন পেয়েছেন। মহাদেবনের শক্তি এর আগে প্রথম গ্র্যামি পেয়েছিল এ বছরের গোড়ার দিকে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের অন্তর্গত This Moment-এর জন্য। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৬৮তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.কম এরিনায়।