Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রামদেবের সঙ্গে মহাকুম্ভ স্নানে হেমা মালিনী, ডুব দেওয়ার আগেই বিপত্তি!

Hema Malini: সাধুসঙ্গে মহাকুম্ভে জলে নামতেই বিপত্তি হেমার! চোখের সামনে এমন ঘটনা ঘটল, যা দেখে হতবাক অভিনেত্রী।

রামদেবের সঙ্গে মহাকুম্ভ স্নানে হেমা মালিনী, ডুব দেওয়ার আগেই বিপত্তি!
Follow Us:
| Updated on: Jan 29, 2025 | 7:05 PM

মহাকুম্ভে পুণ্যস্নানে ভাইরাল হলেন সেলেব থেকে সাধারণ সবাই। একদিকে যেমন, আইআইটিয়ান বাবা, মোনালিসারা নজর কাড়লেন। অন্যদিকে, মহাকুম্ভে পৌঁছে পুণ্যস্নানে অংশ নিয়ে খবরে এসেছে দেশের রাজনীতিকরা। এই যেমন, মৌনী আমাবস্যার তিথি উপলক্ষ্যে এবার শাহি স্নানে পৌঁছেছিলেন বাবা রামদেব। সঙ্গে ছিলেন অভিনেত্রী ও মথুরার সাংসদ হেমামালিনী। সাধুসঙ্গে মহাকুম্ভে জলে নামতেই বিপত্তি হেমার! চোখের সামনে এমন ঘটনা ঘটল, যা দেখে হেসেই কুপোকাত অভিনেত্রী।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, পুণ্যস্নানের সময় রামদেবের ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন হেমা। সঙ্গে অন্যান্য সাধু। হেমার সামনেই টুপ করে জলে ডুব দিলেন রামদেব। তারপর ডুব দিয়ে উঠতেই রামদেবের ভেজা চুলের ঝটকায় আহত হলেন পিছনে দাঁড়িয়ে থাকা এক সাধু। রামদেবের অবশ্য কোনও ভ্রুক্ষেপ নেই। হেমা অবশ্য এমন অবস্থা দেখে একেবারেই হেসে কুপোকাত!

তবে এমন অবস্থায় হেমা কিন্তু তাঁর পুণ্যস্নান ঠিকভাবে করতে পারেননি, তা স্পষ্ট ভিডিওতে। তবে সংবাদমাধ্যমকে হেমা জানান, প্রথমবার এমন সুযোগ পেলাম। সত্যিই নিজেরে ভাগ্যবতী মনে হচ্ছে। এই মূহূর্তটা সারাজীবন মনে থাকবে।

প্রসঙ্গত, গঙ্গা, যমুনা ও সরস্বতী ত্রিবেণীর মহাসঙ্গমে মৌনী অমাবস্যায় ‘শাহি’ স্নানে গিয়ে প্রাণ হারালেন বহু পুণ্যার্থী। গুরুতরভাবে আহতও হলেন অনেকে। কিন্তু কেন? রাতবিরেতে এমন কী ঘটল প্রয়াগরাজে? প্রশাসন জানাচ্ছে, উপচে পড়া ভিড়, আর তার জেরে পদপিষ্ট বহু।

উত্তরপ্রদেশের প্রশাসন সূত্রে খবর, ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছে জনা বিশেক পুণ্য়ার্থী। কিন্তু সরকারি তথ্যকে মানতে নারাজ স্থানীয়রা। রাতবিরেতে সেই ভয়াবহ কাণ্ড নিজের চোখে দেখে প্রত্যক্ষদর্শীদের দাবি, দশের বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই অচলাবস্থা ঘিরে উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় টেনে এনেছে বিরোধী শিবির।