ছেলের প্রেমিকাকে চুমু খাচ্ছেন অমিতাভ, বাবার কারণেই কি ভাঙে সম্পর্ক?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 06, 2024 | 7:05 PM

Bollywood Gossip: বাবাকে চুমু খেয়েছেন প্রেমিকা– তা নাকি একেবারেই মেনে নিতে পারেননি অভিষেক! রেগে গিয়েছিলেন জয়া বচ্চনও। প্রশ্ন উঠেছিল হাজারও। বিষয়টা কী, একটু খুলে বলা যাক। অভিষেক বচ্চনের জীবনে তখন রানি মুখোপাধ্যায়ের প্রেম। আর সেই সময়ই পর্দায় ঝড় তুলেছিল রানি অমিতাভের চুমুর দৃশ্য।

ছেলের প্রেমিকাকে চুমু খাচ্ছেন অমিতাভ, বাবার কারণেই কি ভাঙে সম্পর্ক?

Follow Us

বলিউডের অন্দরে কত কী যে ঘটে। কিছু ঘটনা সামনে আসে। কিছু আবার সময়ের সঙ্গে সঙ্গে চলে যায় অন্ধকারেই। এরকমই এক ঘটনা হল রানি মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত চুমুর দৃশ্য! শোনা যায় কয়েক সেকেন্ডের ওই চুমুর জন্যই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় তাঁর। বাবাকে চুমু খেয়েছেন প্রেমিকা– তা নাকি একেবারেই মেনে নিতে পারেননি অভিষেক! রেগে গিয়েছিলেন জয়া বচ্চনও। প্রশ্ন উঠেছিল হাজারও। বিষয়টা কী, একটু খুলে বলা যাক। অভিষেক বচ্চনের জীবনে তখন রানি মুখোপাধ্যায়ের প্রেম। আর সেই সময়ই পর্দায় ঝড় তুলেছিল রানি অমিতাভের চুমুর দৃশ্য।

২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি এক ছবি মুক্তি পায়। নাম ‘ব্ল্যাক’। পরিচালক সঞ্জয় লীলা ভনসালি। ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভ ও রানির এক দীর্ঘ চুম্বরের দৃশ্য ছিল। যে সে চুম্বন নয়, একেবারে লিপকিস। ওই সময়ে প্রেমিকের বাবার সঙ্গে চুম্বনের দৃশ্য মুখের কথা নয়। ছবি মুক্তি পেতেই ঝড় ওঠে সর্বত্র। ছবিতে দু’জনের অভিনয় অসামান্য, তবে অভিনয়ের থেকেও এই দৃশ্য নিয়ে আলোচনা হতে থাকে বেশি। বলিপাড়া সূত্রে খবর, ব্যাপারটি নাকি মোটেই ভালভাবে নেননি অভিষেক। তাঁর বাবাকেই চুমু খাচ্ছেন রানি! বিষয়টা ভাল লাগেনি তাঁর। আর সেই কারণেই নাকি সম্পর্কে ছেদ পড়ে তাঁদের।

রানি, অভিষেক বা অমিতাভ এই নিয়ে কোনওদিনও মুখ খোলেননি। তবে বলিপাড়ার খবর রানি-অভিষেকের অনেক ব্রেকআপের কারণের মাঝে এটিও একটি কারণ বটে। বর্তমানে তাঁরা দু’জনেই যদিও আলাদা জায়গায় বিবাহিত। অভিষেক বিয়ে করেছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। ওদিকে রানি মুখোপাধ্যায়ও ঘর বেঁধেছেন আদিত্য চোপড়ার সঙ্গে।

Next Article