AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্যাংস্টার আবু সালেমকে জড়িয়ে ‘ফুর্তি’? ভাইরাল ছবি নিয়ে চাঁচাছোলা কঙ্গনা

Kangana Ranaut: গত ২৪ মে মান্ডিতে কঙ্গনার হয়ে প্রচারে দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রীকে। কঙ্গনাও মোদীর হাতে এক লাল গোলাপও তুলে দেন। এর আগেই এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ভোটে জিতলে অভিনয় কেরিয়ার বাদও দিতে পারেন তিনি।

গ্যাংস্টার আবু সালেমকে জড়িয়ে 'ফুর্তি'? ভাইরাল ছবি নিয়ে চাঁচাছোলা কঙ্গনা
| Updated on: May 28, 2024 | 10:09 PM
Share

এ বার লোকসভা ভোটে মান্ডি থেকে বিজেপির হয়ে প্রতিযোগিতা করতে দেখা যাচ্ছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। একদিকে গ্ল্যামারাস দুনিয়া ভুলে যখন মাঠে নেমে জোরদার প্রচার চালাচ্ছে কঙ্গনা ঠিক তখনই ভাইরাল হয়েছে এক ছবি। সে ছবিতে দেখা যাচ্ছে এক পুরুষকে হাতে পানীয় নিয়ে জড়িয়ে ধরে আছেন তিনি। আশ্চর্য, সেই পুরুষের সঙ্গে মিল রয়েছে কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের! সালেমের সঙ্গে কী সংযোগ নায়িকার? এ নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন অবশেষে মুখ খুলেছেন কঙ্গনা নিজেই।

তাঁর দাবি, ছবির ওই ব্যক্তি আদপে আবু সালেম নন। এক ছবির প্রচার করতে গিয়েই ওই ছবিটি তোলা হয়েছে। কঙ্গনা এও দাবি করেন বিরোধী দল তথা কংগ্রেস তাঁর নামে কুৎসা রটানোর জন্য ওই ছবি ভাইরাল করে অপপ্রচার করতে চাইছে। তিনি বলেন, “কংগ্রেস অফিসিয়াল এই ছবি ছড়িয়ে লিখছে আমি নাকি আবু সালেমের অঙ্গে পার্টি করছি। এই কাজ অত্যন্ত নক্কারজনক। আবারও বলছি, ওই ব্যক্তি মোটেও সালেম নন।”

গত ২৪ মে মান্ডিতে কঙ্গনার হয়ে প্রচারে দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রীকে। কঙ্গনাও মোদীর হাতে এক লাল গোলাপও তুলে দেন। এর আগেই এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ভোটে জিতলে অভিনয় কেরিয়ার বাদও দিতে পারেন তিনি। যদিও পাশাপাশি তিনি এও যোগ করেন পরিচালকেরা চাইছেন না তিনি এমন কোনও সিদ্ধান্ত নেন।