‘এমার্জেন্সি’ ধাক্কা! পাহাড়ের কোলে নতুন পেশায় কঙ্গনা?

নানা টালবাহানায় মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি ছবি। যে ছবিতে ইন্দিরা গান্ধীর অবতারে দেখা গেল কঙ্গনাকে। তবে নানা বিতর্কে সোশাল মিডিয়ায় কঙ্গনা সুপারহিট হলেও, আদতে বক্স অফিসে কিন্তু সুপারফ্লপ।

'এমার্জেন্সি' ধাক্কা! পাহাড়ের কোলে নতুন পেশায় কঙ্গনা?
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 1:10 PM

এই মেয়ের একজায়গায় মন টেকে না। কখনও সিনেমা পরিচালনা করছেন, তো কখনও প্রযোজনায়। অভিনয় তো রয়েইছে। শুধু তাই নয়, রাজনীতির মঞ্চে এসেও নজর কেড়েছেন কঙ্গনা। লোকসভা নির্বাচনে রেকর্ড অঙ্কে জিতে তিনি এখন মাণ্ডির সাংসদ। ঠিক এরই মাঝে নানা টালবাহানায় মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’ ছবি। যে ছবিতে ইন্দিরা গান্ধীর অবতারে দেখা গেল কঙ্গনাকে। তবে নানা বিতর্কে সোশাল মিডিয়ায় কঙ্গনা সুপারহিট হলেও, আদতে বক্স অফিসে কিন্তু সুপারফ্লপ। আর তার পরেই কঙ্গনার পেশায় টুইস্ট।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় কঙ্গনা পোস্ট করলেন বরফে মোড়া একটি ক্যাফের ছবি। যাঁর নাম দ্য মাউন্টেন স্টোরি। এই ছবি পোস্ট করে কঙ্গনা লিখলেন,  ” পাহাড় আমার শরীরের হাড়। নদী আমার শিরা। জঙ্গল আমার ভাবনা, আর আকাশের তারা আমার স্বপ্ন। পাহাড় আমায় ডাকছে আমাকে উত্তর দিতেই হবে।”

এই খবরটিও পড়ুন

কঙ্গনা লিখলেন, পাহাড়ের কোলে একটা ছোট্ট ক্যাফে বানানোর ইচ্ছে আমার বহুদিনের। সেই স্বপ্নই পূরণ হল। প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আমার ভালবাসার যাত্রা শুরু। নতুন জীবনের গল্প বলবে আমার ক্য়াফে।

এক সময়ের বক্স অফিসের কুইন কঙ্গনা, এখন বক্স অফিসে কিছুই করতে পারেন না। হাজার চেষ্টাতেও তাঁর ছবি ঢাহা ফ্লপ। কঙ্গনা মানেই যে বিতর্কের সূত্রপাত। বড্ড ঠোঁটকাটা হওয়ায় বলিউডে কঙ্গনার বন্ধু কম, শত্রু বেশি। আর তাই তো নিজেকে বার বার প্রমাণ করতে কঙ্গনা নতুন অবতারে ধরা দিচ্ছেন। কঙ্গনার কথায়, মুম্বই ছেড়ে হয়তো কোনও একদিন হিমাচলেই ফিরে যাবেন তিনি।