Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দক্ষিণী শ্রীলীলার প্রেমে কতটা হাবুডুবু খাচ্ছেন কার্তিক? মুখ খুললেন নায়ক

সারা আলি খান, অনন্য়া পাণ্ডের পর নাকি দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের হ্য়ান্ডসাম নায়ক। অন্তত, উত্তরবঙ্গে আশিকি ৩ ছবির শুটিং ফ্লোর থেকে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও দেখে নেটিজেনরা এমনটিই মনে করছেন।

দক্ষিণী শ্রীলীলার প্রেমে কতটা হাবুডুবু খাচ্ছেন কার্তিক? মুখ খুললেন নায়ক
Follow Us:
| Updated on: Apr 12, 2025 | 3:46 PM

সারা আলি খান, অনন্য়া পাণ্ডের পর নাকি দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের হ্য়ান্ডসাম নায়ক। অন্তত, উত্তরবঙ্গে ‘আশিকি ৩’ ছবির শুটিং ফ্লোর থেকে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও দেখে নেটিজেনরা এমনটিই মনে করছেন। তারপর নেটপাড়া এখনও ভুলে যায়নি কার্তিকের মায়ের সেই ডাক্তার বউমা মন্তব্য। শ্রীলীলা যে অভিনয়ের পাশাপাশি মেডিক্য়ালের ছাত্রী, সেই তথ্যকেই দুয়ে দুয়ে চার করছে নেটপাড়া। তা সত্যিই কি দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রেমে পড়েছেন কার্তিক?

বরাবরই নিজের প্রেম নিয়ে খুল্লমখুল্লা কথা বলেন কার্তিক। সারা আলি খান হোক বা অনন্য়া পাণ্ডের সময় প্রকাশ্য়ে প্রেমের ইস্তেহার দিয়েছিলেন কার্তিক। আর এবার শ্রীলীলার প্রেমেও সত্য়িটা সামনে আনলেন ভুলভুলাইয়ার রুহবাবা।

এই খবরটিও পড়ুন

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কার্তিক জানান, ”আমি একেবারেই সিঙ্গল। এখন কারও সঙ্গেই ডেট করছি না। আমার নাম সব সময়ই আমার সহঅভিনেত্রীদের সঙ্গে জুড়েছে। এটা নতুন নয়। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতেই চাই না। তবে বলতে চাই, যা রটে তাঁর সবটা সত্যি নয়।”