দক্ষিণী অভিনেতা বিজয়ের সঙ্গে এবার ক্যাটরিনার ‘রোম্যান্স’!

আজ ৩২ বছরে পা দিলেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। তা-ই আজই ছিল ফ্যানদের জন্মদিনে রিটার্ন গিফট দেওয়ার কথা ছিল তাঁর।

দক্ষিণী অভিনেতা বিজয়ের সঙ্গে এবার ক্যাটরিনার 'রোম্যান্স'!
ক্যাট-বিজয়।
Follow Us:
| Updated on: May 09, 2021 | 6:34 PM

কোভিডের এই কঠিন পরিস্থিতির কারণে পিছিয়ে গেল ‘অর্জুন রেড্ডি’ খ্যাত সুপারস্টার বিজয় দেবরকোন্ডার বলি-ডেবিউ ছবি ‘লাইগার’-এর টিজার মুক্তি।  এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে দু-দুটো বড় বাজেটের দক্ষিণী ছবি। পরিচালক শিবা নির্ভানা এবং পরিচালক কোরাতালা সিভার। সূত্রের খবর, এই দুটি ছবির মধ্যে একটিতে বলিউডের নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে বিজয়কে।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, “ক্যাটরিনা কইফ একটি প্যান-ইন্ডিয়া ছবি মুক্তির পরিকল্পনা করছেন। দ্বিভাষিক ছবিতে তাঁকে রোম্যান্স করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা বিজয়ের সঙ্গে। বেশ বড় বাজেট নিয়ে হতে চলেছে এই ছবি। যদি এ খবর সত্যি হয়, তাহলে ক্যাটরিনি দক্ষিণীর দুই ‘বিজয়’-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। শ্রীরাম রাঘাবনের পরের ‘মেরি ক্রিসমাস;-এ বিজয় সেতুপথির সঙ্গে এই বছরে জুটি বাঁধবেন ক্যাটরিনা ।

আরও পড়ুন মে মাসেই আসতে চলেছে তামান্না অভিনীত হাড় হিম করা ‘নভেম্বর স্টোরি’

সূত্র আরও জানায়, “যদিও এটি দক্ষিণী ছবি, তবে সর্বভারতীয় মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং ক্যাটরিনার উপস্থিতি ফিল্মটিকে উত্তর ভারতের দিকে প্রসার করতে সাহায্য করবে। ছবির বিষয়বস্তু নিয়ে এখনও কিছু জানা যায়নি তবে ক্যাটরিনার জন্য এটা দুর্দান্ত খবর।”

‘টাইগার জিন্দা হ্যাঁয়’ রয়েছে অভিনেত্রীর পাইপলাইনে। এছাড়াও সিদ্ধন্ত চতুর্বেদী এবং ইশানব খট্টরের সঙ্গে ‘ফোন ভুত’ ছবিতেও অভিনয় করছেন ক্যাটরিনা।

আজ ৩২ বছরে পা দিলেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। তা-ই আজই ছিল ফ্যানদের জন্মদিনে রিটার্ন গিফট দেওয়ার কথা ছিল তাঁর। ঠিক ছিল তাঁর আসন্ন ছবি ‘লাইগার’-এর টিজার মুক্তি হওয়ার কথা ছিল বার্থডে-তে। কিন্তু দেশজুড়ে এই করুণ পরিস্থিতির কারণে পিছিয়ে গেল টিজার মুক্তি। করণ জোহর প্রযোজিত এবং পুরী জগন্নাধ পরিচালিত ‘লাইগার’ রোম্যান্টিক স্পোর্টস অ্যাকশন ফিল্ম। মুখ্য ভূমিকায় রয়েছেন বিজয় এবং অনন্যা পান্ডে। এও ঠিক ছিল আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘লাইগার’, কিন্তু যা মনে হচ্ছে তা হল টিজার মুক্তির মতো পিছিয়ে যেত পারে ছবি মুক্তির তারিখও।