Exclusive: দুর্ঘটনার কবলে কোয়েল! শুটিং সেটে ভয়ানক বিপত্তি, কী ঘটে?
পুজোর সময় তাঁর অভিনীত ছবি 'স্বার্থপর' বক্স আফিসে সুপার হিট। এরপরই আবার বড়দিনে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত বহু চর্চিত ও প্রতীক্ষিত ছবি 'মিতিন একটি খুনের সন্ধানে'।প্রথম থেকেই ছবিটি নানা কারণে চর্চায় ছিল। অবশেষে ছবিটি বড়দিনে বড় পর্দায় মুক্তি পাচ্ছে।

বছর শেষ হওয়ার আগেই অভিনেত্রী কোয়েল মল্লিকের ঝুলি ভোরে উঠছে খুশির খবরে। পুজোর সময় তাঁর অভিনীত ছবি ‘স্বার্থপর’ বক্স আফিসে সুপার হিট। এরপরই আবার বড়দিনে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত বহু চর্চিত ও প্রতীক্ষিত ছবি ‘মিতিন একটি খুনের সন্ধানে’।প্রথম থেকেই ছবিটি নানা কারণে চর্চায় ছিল। অবশেষে ছবিটি বড়দিনে বড় পর্দায় মুক্তি পাচ্ছে।
তবে জানেন কি, হঠাৎ করেই এই ছবির শুট মাঝপথে বন্ধ হয়ে যায়। কী কারণে এই ছবির শুট বন্ধ হয় সেই প্রশ্ন ছবির নায়িকা কোয়েল মল্লিককে করে Tv9 বাংলা। উত্তরে টলি কুইন কোয়েল মল্লিক বললেন, “মিতিন ছবির অ্যাকশন দৃশ্য ভাল করে করার জন্য মুম্বই থেকে ফাইট মাস্টার আনা হয়। আর সেই অ্যাকশন দৃশ্য করতে গিয়েই বিপত্তি ঘটে। আমার হাতের কব্জির হাড় ভেঙে যায়। এখন আলোচনা করছি ঠিক, তবে সেদিন অবস্থা খুব খারাপ হয়েছিল।”
অভিনেত্রী আরও বলেন, “আমরা এটাকে কুলি সিন্ড্রোম বলেছিলাম, কুলি ছবিতেও অমিতাভ বচ্চনের অ্যকসিডেন্ট হয়েছিল। তবে ওর সঙ্গে তো তুলনা নয়, আমার এই দুর্ঘটনার জন্যই ছবির শুট বন্ধ রাখতে হয় , যতক্ষণ না সুস্থ হই। এটা ঠিক হতে একটু সময় লেগে গিয়েছিল। তবে আমরা খুশি বড়দিনের ছুটিতে ‘মিতিন একটি খুনির সন্ধানে’ মুক্তি পাচ্ছে। ‘স্বার্থপর’ ছবির চরিত্র থেকে মিতিন একদম আলাদা। আশা করবো পরিবারের সবাই মিলে এই ছুটিতে সিনেমা হলে এসে দর্শক ছবি দেখবে।
