বিছানায় রাফ অ্যান্ড টাফ, চুমুতে সেরা! মালাইকার প্রেমিক হতে পুরুষের আর কী কী গুণ চাই?

বেশ কয়েকদিন ধরেই মালাইকা ও তাঁর নতুন প্রেম, প্রেমিক নিয়ে বলিউডের শোরগোল। মুম্বইয়ে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠানে মালাইকার পাশে রহস্যময় পুরুষকে দেখে লোকে ধরেই ফেলল, মালাইকার জীবনের নতুন পুরুষকে। এমনকী, নেটিজেনরা খোঁজ নিয়ে জানল, মালাইকার জীবনের নতুন পুরুষের নাম হর্ষ দত্ত। ইনি একজন হিরের ব্যবসায়ী। বেশিরভাগ সময়ই থাকেন বেলজিয়ামে।

বিছানায় রাফ অ্যান্ড টাফ, চুমুতে সেরা! মালাইকার প্রেমিক হতে পুরুষের আর কী কী গুণ চাই?

|

Nov 04, 2025 | 1:40 PM

প্রেমে পড়ার কি কোন বয়স হয়? হয়তো নয়, প্রেমের ক্ষেত্রে যাহা ২৫, তাহাই ৫২। অন্তত, বলিউড সুন্দরী মালাইকা অরোরার ক্ষেত্রে তো ব্যাপারটা ঠিক এরকমই। কিন্তু বলিউজের মুন্নি কিন্তু যাঁর তাঁর প্রেমে পড়েন না। মালাইকার মন পেতে, পুরুষের থাকতে হবে এমন সব গুণ, যা কিনা মালাইকা মনে করেন, খুবই বিরল!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েকদিন ধরেই মালাইকা ও তাঁর নতুন প্রেম, প্রেমিক নিয়ে বলিউডের শোরগোল। মুম্বইয়ে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠানে মালাইকার পাশে রহস্যময় পুরুষকে দেখে লোকে ধরেই ফেলল, মালাইকার জীবনের নতুন পুরুষকে। এমনকী, নেটিজেনরা খোঁজ নিয়ে জানল, মালাইকার জীবনের নতুন পুরুষের নাম হর্ষ দত্ত। ইনি একজন হিরের ব্যবসায়ী। বেশিরভাগ সময়ই থাকেন বেলজিয়ামে। তবে ইনিই যে মালাইকার নতুন প্রেমিক, তা নিয়ে কিন্তু মুখ খোলেননি মালাইকা।

বেশ কয়েক মাস আগে এক পডকাস্টে, পছন্দের পুরুষ নিয়ে সোজা সাপটা কথা বলেছিলেন মালাইকা। সেখানেই বলিউড সুন্দরী বলেছিলেন, ”আমার কাছে পুরুষরা হবেন একটু অগোছাল। রাফ অ্যান্ড টাফ। শরীরী খেলায় একটু ওয়াল্ডই প্রিয়। আর সেই পুরুষ যদি চুমুতে সেরা হয় তাহলে তো সোনায় সোহাগা।”

এই পডকাস্টে মালাইকা আরও বলেন, ”আমার চিকনা চেহারার, নরম মানসিকতার পুরুষ পছন্দ নয়। পুরুষ হবে শক্তপোক্ত, ওয়াইল্ড। ”

আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের প্রেমে পড়েন মালাইকা। দুবছর আগেই অর্জুন ও মালাইকা স্পষ্ট করে দেন তাঁদের সম্পর্কে ইতি পড়েছে। তবে এবার যে ৩৩ বছর বয়সি, হর্ষ নামের পুরুষের প্রেমে পড়েছেন মালাইকা। তবে আপাতত, এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুপক্ষই।