খান পরিবার থেকে মোটা টাকা দাবি! খোরপোষ বাবদ ঠিক কত কোটি নেন মালাইকা

Controversy: মালাইকা আরোরাও নয়া সম্পর্কে পা রেখেছিলেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। তবে দিন কয়েক ধরেই বলিপাড়ার গুঞ্জন মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, বর্তমানে বিয়ে করার কোনও ইচ্ছে নেই অর্জুনের।

খান পরিবার থেকে মোটা টাকা দাবি! খোরপোষ বাবদ ঠিক কত কোটি নেন মালাইকা
Follow Us:
| Updated on: Dec 12, 2024 | 1:59 PM

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা আরবাজ খান। মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েকবছর হয়ে গেল। অন্যদিকে, মালাইকা আরোরাও নয়া সম্পর্কে পা রেখেছিলেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। তবে দিন কয়েক ধরেই বলিপাড়ার গুঞ্জন মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, বর্তমানে বিয়ে করার কোনও ইচ্ছে নেই অর্জুনের। তবে খোরপোষ বাবদ নাকি মোটা টাকার নিয়েছেন অভিনেত্রী। আরবাজের থেকে কোটি কোটি টাকা নেওয়ার খবর সামনে আসলেও মালাইকা তা এড়িয়ে গিয়েছিলেন। স্পষ্ট জানিয়েছিলেন এসব ভুয়ো রটনা।

তবে তাঁর নিজের আয় নেহাতই কম নয়। বর্তমানে ভালই কাজ করছেন তিনি। তবে সংখ্যাটা যদিও ভীষণ কম। ফলে বড়পর্দায় মালাইকা অরোরার উপস্থিতি হাতেগোনা মাত্র। বরং তিনি দাপটের সঙ্গে রাজত্ব করেন রিয়্যালিটি শো এর মঞ্চে। সেখানেই তাঁর নিত্য উপস্থিতি। মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

মালাইকার কাছে পাঁচ পাঁচটি দামি গাড়ি রয়েছে, পাশাপাশি তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য সাড়ে চোদ্দ কোটি টাকা। মালাইকা অরোরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশ কোটি টাকা। ৯৮ কোটি তাঁর মোট সঞ্চয়। এছাড়াও মালাইকার রয়েছে নিজস্ব ব্যবসা রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে আয়ের উৎস। মালাইকা আরোরা মাসে ৭০ লাখ থেকে দেড় কোটি পর্যন্ত আয় করে থাকেন।