মেডিক্যাল থ্রিলার শো! অভিনয়ে শেফালি শাহ, সঙ্গে কীর্তি কুলহারি
‘আঁখে’—২০০২ সালে প্রথম ছবি পরিচালনা করেন বিপুল। ছবিতে ছিলেন অমিতাভ, অক্ষয় কপমার, সুস্মিতা সেন, অর্জুন রামপাল এভং পরেশ রাওয়াল। তারপর তিনি পারিবারিক এবং রমকম ছবি করেছেন। এতগুলো বছর আবার তাঁর বিষয় থ্রিলার।
পরিচালক বিপুল অম্রুতলাল শাহ শুরু করতে চলেছেন নতুন মেডিক্যাল থ্রিলার শো। নাম ‘হিউম্যান’।তবে এই শোয়ের পরিচালক বিপুল নন, পরিচালকের টুপি পরেছেন মোজেজ সিং। যিনি এর আগে ‘জুবান’ (২০১৫) ছবিও পরিচালনা করছেন।
বিপুল বলেন, “সাড়ে তিন বছর আগে মেডিক্যাল ট্রায়ালের আইডিয়াটি মাথায় আসে। মোজেজের সঙ্গে ২০১৯ সালে আলোচনা করেছিলাম , ও ভীষণ এক্সাইটেড ছিল। তারপর আমরা গল্প তৈরি করতে শুরু করলাম। মোজেজ কিছু মাস পরে আমার কাছে আসে, যখন আমি গোটা গল্প লিখে ফেলি। আমি জানি এটা একেবারে আলাদা কিছু হবে। গোটা ২০২০ সাল মোজেজ বাকি সব লেখকদের নিয়ে গোটা গল্পটাকে নিয়ে এক অন্য পর্যায় নিয়ে যায়। লেখকের গোটা টিম ভীষণ ভাল কাজ করেছে। ড্রাগ ট্রায়ালের ঘটনাগুলো এন্টারটেনিং এবং বাস্তবেরে সঙ্গে মিলে যায়। সমাজের কাছে এ গল্প ভীষণ গুরুত্বপূর্ণ।”
‘আঁখে’—২০০২ সালে প্রথম ছবি পরিচালনা করেন বিপুল। ছবিতে ছিলেন অমিতাভ, অক্ষয় কপমার, সুস্মিতা সেন, অর্জুন রামপাল এভং পরেশ রাওয়াল। তারপর তিনি পারিবারিক এবং রমকম ছবি করেছেন। এতগুলো বছর আবার তাঁর বিষয় থ্রিলার।
‘হিউম্যান’-এ অভিনয় করছেন শেফালি শাহ, কীর্তি কুলহারি। পরিচালক মোজেজ শাহ বলছেন, “২০ বছরের ফিল্ম কেরিয়ারে যা করেছি. এই সো একেবারে বিপরীত। থিয়েটার যেমনভাবে শুরু করেছিলাম ঠিক তেমনই আমার কাছে ‘হিউম্যান’। আমি আবার আমার শিকড়ে ফিরছি। ”
জানুয়ারি ২১ থেকে শুরু হয়েছে ‘হিউম্যান’-এর শুটিং। শুটিং চলবে পাঁচ মাস। ২০২১-এর শেষের দিকে ‘হিউম্যান’ স্ট্রিমিং শুরু হবে।