‘আমাদের আসল বন্ধুত্ব…’ অভিষেকের সঙ্গে সম্পর্ক! ভাইরাল নিমরতের ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 11, 2024 | 10:18 PM

বহু দিন ধরে টিনসেল টাউনে গুঞ্জন একটাই। বিচ্ছেদ হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, 'দাসভি'ছবির সহ অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তাই নাকি সংসার ভাঙছে তারকা দম্পতির। কয়েক বছর হল নিমরতের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়েছে নায়কের।

আমাদের আসল বন্ধুত্ব... অভিষেকের সঙ্গে সম্পর্ক! ভাইরাল নিমরতের ভিডিয়ো
অভিষেকের চর্চিত প্রেমিকা নিমরতের 'ইতিহাস' জানেন?

Follow Us

বহু দিন ধরে টিনসেল টাউনে গুঞ্জন একটাই। বিচ্ছেদ হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ‘দাসভি’ছবির সহ অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তাই নাকি সংসার ভাঙছে তারকা দম্পতির। কয়েক বছর হল নিমরতের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়েছে নায়কের। চারিদিকে ছড়িয়ে পড়েছে মিম। এরই মধ্য়ে ছড়িয়ে পড়েছে নিমরতের একটি ভিডিয়ো।

যে ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি বলছেন, “লোক দেখ দেখ জল জাঁ।” পুরো কথাটাই তিনি পঞ্জাবিতে বলেছেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “লোকজন আমাদের আসল বন্ধুত্ব দেখে জ্বলছেন বা হিংসে করছেন। বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যাতে লোক সেটা দেখে হাঁ হয়ে যান।’

ভিডিয়োতে ঘরে রাখা একটা সোফার সামনে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে নিমরতকে। সোফার উপরে বসে রয়েছে একটা বিড়াল। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে নিমরত লিখেছেন, ‘মেরি অৌর কেসি (করম চাঁদ) দোস্তি হো তো এ্যায়সি। আপনার বেস্ট ফ্রেন্ডকেও ট্যাগ করুন।” সম্প্রতি ‘সিটাডেল:হানি বানি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নিমরত। অভিনেত্রীকে নাগালে পেয়েই প্রশ্ন করতে ছাড়লেন না ছবি শিকারীরা। নায়িকাকে সটান প্রশ্ন করে বসলেন। তাহলে সত্যিই কি তিনি অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? স্পষ্ট উত্তর দিলেন নিমরত। অভিনেত্রী বলেন, “আমি এখনও সিঙ্গল। কারও সঙ্গে কোনও সম্পর্কে নেই আমি।” সেই সঙ্গে সিঙ্গল মেয়েদের ‘সোলো ট্রিপ’-এর কিছু টিপসও দেন নায়িকা। তাহলে কি যে খবর রটেছে সবটাই ভুয়ো? তা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

Next Article