রামের নাম নিয়ে ‘পাপকাজ’! ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি দিচ্ছেন প্রভাস?
আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা জুড়ে এখন উৎসবের আমেজ। এমনই এক সময় শোনা যাচ্ছে এক খবর। রাম মন্দিরের জন্য অভিনেতা প্রভাস নাকি ৫০ কোটি দান করেছেন! দান করার নেপথ্যেও নাকি রয়েছে এক কারণ!

আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা জুড়ে এখন উৎসবের আমেজ। এমনই এক সময় শোনা যাচ্ছে এক খবর। রাম মন্দিরের জন্য অভিনেতা প্রভাস নাকি ৫০ কোটি দান করেছেন! দান করার নেপথ্যেও নাকি রয়েছে এক কারণ! কিছু মাস আগেই মুক্তি পেয়েছিল ‘রামায়ণ’কে কেন্দ্র করে হাইবাজেট ছবি ‘আদিপুরুষ’। ওই ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে। তবে রামের চরিত্রে প্রভাসকে একেবারেই পছন্দ করেনন নেটিজেনরা। তাঁর অভিনয় ভাল লাগেনি দর্শকদের। এর ফলে বিপুল পরিমাণ টাকার ক্ষতি হয় প্রযোজকদের। রটেছে সেই ‘পাপমুক্তি’র জন্যই নাকি রামমন্দিরে এত কোটি অনুদান দিচ্ছেন প্রভাস? সত্যিই কি তাই?
সংবাদমাধ্যমের তরফে প্রভাসের টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর টিম থেকে সাফ জানানো হয়, যা রটেছে তা একেবারে মিথ্যে। এরকমটা আদপে নয়। রামমন্দিরের জন্য আদপে ৫০ কোটি দিচ্ছেন না প্রভাস। তাঁকে নিয়ে ভুল কথা বলা হচ্ছে।
প্রসঙ্গত, অযোধ্যার রামমন্দিরের প্রতিষ্ঠার দিন দেশ বিদেশ থেকে প্রায় ১১ হাজারেরও বেশি ভক্তকে ডাকা হয়েছে। দক্ষিণী অভিনেতা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রজনীকান্ত, রামচরণ। ধনুশকেও। আপাতত সবাই তাকিয়ে আছেন ২২ জানুয়ারির দিকে। সেদিনই যে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার।
Man With Gold Heart 💓
MLA Chirla Jaggireddy about #Prabhas Donated 50 Crores for #Ayodhya Temple Trust#AyodhaRamMandir#AyodhyaSriRamTemple#AyodhyaJanmBhoomipic.twitter.com/AxCa37r6a6
— Milagro Movies (@MilagroMovies) January 19, 2024





