জয়পুরে স্পেশাল ক্রিসমাস লাঞ্চে রাইমা সেন, সঙ্গী কে?
যেমন রিয়াকে দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ জিদ্দি ইশক-এ। তেমনই নিঃশব্দে রাইমা একটির পর একটা বলিউডে কাজ করে চলেছেন। হিন্দি ছবি 'মা কালী' থেকে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য ভ্যাকশিন ওয়ারে' ছবিতেও কাজ করেছেন।

বাংলা সিনেমার সেনসেশন হল সেন পরিবার। অর্থাৎ সুচিত্রা সেন, মুনমুন সেন, রাইমা সেন ও রিয়া সেন। অভিনেত্রী রিয়া ও রাইমা বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন। যেমন রিয়াকে দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ জিদ্দি ইশক-এ। তেমনই নিঃশব্দে রাইমা একটির পর একটা বলিউডে কাজ করে চলেছেন। হিন্দি ছবি ‘মা কালী’ থেকে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকশিন ওয়ারে’ ছবিতেও কাজ করেছেন। খবরে রয়েছে তিনি পরিচালক হনসল মেহতার ওয়েব সিরিজেও কাজ করছেন । যে সিরিজে রাইমার সঙ্গে রয়েছেন অনিল কাপুর ও নেহা ধুপিয়ার মতো বলিউড অভিনেত্রীরা। খবর ছিল এই সিরিজের শুট হবে শ্রীলঙ্কায়।

এই কাজের ফাঁকেই রাইমা তাঁর বোন রিয়া ও মা মুনমুন সেনকে নিয়ে ছুটি কাটাচ্ছেন জয়পুরে। রয়েছেন রামবাগ প্যালেসে। আমরা সকলেই জানি মুনমুন সেন রাইমা ও রিয়া সকলেই রাজ পরিবারের সদস্য। ভরত দেব বর্মা রাজ পুত্র। জয়পুরের রানি গায়ত্রী দেবী ভরত দেব বর্মার পিসি। তাই জয়পুরের রাজ পরিবার রাইমা সেনের আত্মীয়। রাইমা নিজেই টিভিনাইন বাংলাকে জানালেন তিনি তাঁর মা ও বোন এই মুহুর্তে রাম বাগ প্যালেসে ভাই বোনদের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাচ্ছেন। মহারাজা জয় সিংহ তাঁর নাতি বিজয় সিংহের প্রথম বছরের জন্মদিন পালন করবেন ক্রিসমাস থিমের মধ্যাহ্ন ভোজন আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কলকাতার সেনসেশনরা। তবে শুক্রবার ফিরবেন কলকাতা। আপাতত আত্মীয়দের মাঝে ছুটি কাটাচ্ছেন তাঁরা।
