বিদেশের মাটিতে রাজ-শুভশ্রীর ‘ঠোঁটঠাসা’ প্রেম, ‘হোক কলরব’ বিতর্কের মাঝে কোথায় গেলেন টলিউডের‘রাজশ্রী’?
প্রতি বছরের মতো এবারও বছরের শুরুটা রাজের সঙ্গেই স্মরণীয় করে রাখলেন শুভশ্রী। ভিড় এবং আতসবাজির রোশনাইয়ের মাঝে তাঁদের এই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ২০২৬’। রাজ-শুভশ্রীর এই রসায়ন দেখে অনুরাগীরা যেমন ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই বরাবরের মতো নীতি-পুলিশদের কটাক্ষও ধেয়ে এসেছে।

ক্যালেন্ডারের পাতায় এখন ২০২৬। বিশ্বজুড়ে যখন নতুন বছরের আবাহন, তখন টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেছে নিলেন বিদেশের মাটি। থাইল্যান্ডের নীল জলরাশির ধারে ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই একে অপরের ঠোঁটে ডুব দিলেন এই তারকা জুটি। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল।
প্রতি বছরের মতো এবারও বছরের শুরুটা রাজের সঙ্গেই স্মরণীয় করে রাখলেন শুভশ্রী। ভিড় এবং আতসবাজির রোশনাইয়ের মাঝে তাঁদের এই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ২০২৬’। রাজ-শুভশ্রীর এই রসায়ন দেখে অনুরাগীরা যেমন ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই বরাবরের মতো নীতি-পুলিশদের কটাক্ষও ধেয়ে এসেছে। তবে নিন্দুকদের বিশেষ পাত্তা না দিয়ে প্রেমের ছন্দে নতুন বছর শুরু করাই যেন এখন ‘পাওয়ার কাপল’-এর লক্ষ্য।
View this post on Instagram
পরিচালক রাজ চক্রবর্তীর তাঁর আগামী ছবি ‘হোক কলরব’-এর একটি সংলাপ নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছিল। পরিচালকের রুচি ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ। তবে সেই সমস্ত তিক্ত স্মৃতিকে পিছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফেরার আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ। স্ত্রী, পুত্র ইউভান এবং কন্যা ইয়ালিনিকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে তিনি পুরোপুরি ছুটির মেজাজে।
