AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দু’বার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রশ্মি দেশাই, ধন্যবাদ জানালেন সলমনকে

এক সাক্ষাৎকারে ভাঙা সম্পর্ক, বিচ্ছেদ, ব্যক্তিগত নানা কথা নিয়ে মুখ খুললেন রশ্মি। 

দু'বার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রশ্মি দেশাই, ধন্যবাদ জানালেন সলমনকে
রশ্মি দেশাই।
| Updated on: Feb 20, 2021 | 4:01 PM
Share
একবার নয়। দু’বার মন ভেঙেছে অভিনেত্রী রশ্মি দেশাইয়ের। হয়েছে বিবাহ বিচ্ছেদ, হয়েছে মিস ক্যারেজও । সলমন খান না থাকলে হয়তো হয়তো তাঁর হয়তো জীবনে ঘুরে দাঁড়ানোই হত না– এক সাক্ষাৎকারে ভাঙা সম্পর্ক, বিচ্ছেদ, ব্যক্তিগত নানা কথা নিয়ে মুখ খুললেন রশ্মি। টিভি স্টার রশ্মি সাক্ষাৎকারে বলেন, “প্রথম বার বিবাহবিচ্ছেদ আমাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। বিয়ের সিদ্ধান্ত খুব তাড়াতাড়িই নিয়ে ফেলেছিলাম আমি। কিন্তু পরবর্তীতে আমি উপলব্ধি করি সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ঠিক হবে।” রশ্মির কথায় সম্মানের সঙ্গেই সেই ‘অসুখি দাম্পত্য’ থেকে বেরিয়ে এসেছিলেন তিনি।
প্রসঙ্গত রশ্মির হিট ধারাবাহিক ‘উত্তরণ’-এর কো-স্টার নন্দিশ সাধুকে ২০১২ সালে বিয়ে করেন রশ্মি। ২০১৩-তে রশ্মির অন্তঃসত্ত্বাও হন। কিন্তু তাঁর মিসক্যারেজ হয়ে যায়। সূত্রের খবর,  এর পর থেকেই রশ্মির সঙ্গে নন্দিশের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। নন্দিশের মহিলা বন্ধুর আধিক্যও নাকি মেনে নিতে পারেননি রশ্মি। অন্যদিকে রশ্মির নিয়ন্ত্রণ করার অভ্যেসেও নাকি হাঁপিয়ে উঠেছিলেন নন্দিশ, এমনটাই জানাচ্ছিল বলিউডের অন্দরের গুঞ্জন। ২০১৪ থেকেই আলাদা থাকতে শুরু করেন রশ্মি। ২০১৫ সালে অবশেষে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
View this post on Instagram

A post shared by Rashami Desai (@imrashamidesai)

যদিও পরবর্তীতে রশ্মি বলেন, “নন্দিশ যদি সম্পর্কটিতে ১০০ শতাংশ দিত তবে ভুল হত না। ওর মহিলা বন্ধুদের নিয়ে আমার কোনওদিনই কোনও সমস্যা ছিল না। আমি ওকে কোনওদিন সন্দেহ করিনি। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি জানিও না ও আদপে কাউকে ডেট করেছে কিনা। যদি করেও থাকে ওর এনজয় করাউচিত। ওর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।”
এর পর অভিনেতা আরহান খানের সঙ্গে সম্পর্কে জড়ান রশ্মি, বিগবসের ১৩ সিজনে একসঙ্গে অংশও নিয়েছিলেন তাঁরা। কিন্তু ওই সিজনেই সলমন খান জানান আরহান বিবাহিত, তাঁর এক সন্তানও রয়েছে। এই গোটা ঘটনাটি রশ্মির থেকে চেপে গিয়েছিলেন আরহান। সবটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন রশ্মি। তাঁকে সান্ত্বনা দিতে বিগবসের বাড়িতে প্রবেশ করতে হয় সলমনকে। আবারও মন ভাঙে অভিনেত্রীর। সেই প্রসঙ্গ টেনে এনেই রশ্মি সাক্ষাৎকারে বলেন, “সে সময় যদি সলমন খান এবং আমার কাছের কয়েক জন বন্ধু পাশে না দাঁড়াতেন তবে হয়তো অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিয়ে যেতে হত আমাকে। অনেক মানুষের হয়তো আমাকে নিয়ে অনেক মন্তব্য-বক্তব্য রয়েছে আমার তা নিয়ে যদিও কোনও অভিযোগ নেই।” সলমন খানের ব্যাপারে উচ্ছ্বসিত রশ্মি বলেন, “তাঁর মতো ভাল মানুষ হয় ন। যা ওর ঠিক বলে মনে হয় তাই তিনি করেন।”