বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকার সঙ্গে সহবাস! অক্ষয় কুমারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। অক্ষয় কুমারের এখন সুখের সংসার। বুদ্বিমতি স্ত্রী টুইঙ্কল খান্না এবং দুই সন্তান। অন্যদিকে রবিনা ট্য়ান্ডনেরও ভরা সংসার। স্বামী ও মেয়ে নিয়ে দিব্যি রয়েছেন তিনি। তবে ঠিক সেই সময়ই ইতিহাসের পাতা থেকে পুরনো স্মৃতি। যা কিনা খুবই তিক্ত।

অতীতকে কী একেবারেই মুছে ফেলা যায়! নাহ, হয়তো সবসময়ই তা সম্ভব নয়। মাঝে মধ্য়েই সেই অতীতের শিকড় মাটির ভিতর থেকে বেরিয়ে আসে। যা কিনা আচমকাই ঝড় তোলে মানুষের জীবনে। সম্প্রতি এমনটাই ঘটে গেল অক্ষয় কুমারের জীবনে। পুরনো এক ঘটনা সামনেই আসতেই তোলপাড়। আর সেই ঘটনার সঙ্গে জুড়ে গেল রবিনা ট্যান্ডনের নাম!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। অক্ষয় কুমারের এখন সুখের সংসার। বুদ্বিমতি স্ত্রী টুইঙ্কল খান্না এবং দুই সন্তান। অন্যদিকে রবিনা ট্য়ান্ডনেরও ভরা সংসার। স্বামী ও মেয়ে নিয়ে দিব্যি রয়েছেন তিনি। তবে ঠিক সেই সময়ই ইতিহাসের পাতা থেকে পুরনো স্মৃতি। যা কিনা খুবই তিক্ত।
অক্ষয়ের সঙ্গে রবিনার প্রেমকাব্য এক সময় বলিউডে ছিল সুপারহিট। শোনা গিয়েছিল ১৯৯৪ সালে মোহরা ছবি হিট হওয়ার পর নাকি দুজনে চুপি চুপি বাগদান করে ফেলেছিলেন। তবে এই গোপন বিয়ের খবর রবিনা ও অক্ষয়ের কাছের লোকদের কাছেই শুধু ছিল।
সম্প্রতি বলিউডের এক বিনোদন সাংবাদিক এক পডকাস্টে এসে জানান, কেন অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল রবিনার? রবিনার সঙ্গে এই সাংবাদিকের বন্ধুত্ব ছিল বেশ গাঢ়। আর সেই কারণেই অক্ষয়ের সঙ্গে তাঁর প্রেমকাব্য পুরোটাই জানতেন সাংবাদিক। সেই সূত্রেই, তিনি জানতে পেরেছিলেন, বাগদানের পর অক্ষয় নাকি রবিনাকে অভিনয় কেরিয়ার ছাড়তে বলেছিলেন। আর সেই কারণেই রবিনা ছেড়ে দেন।
নয়ের দশকে রবিনা ও অক্ষয়ের মোহরা ছবি সুপারহিট হওয়ার পর বলিউডে রবিনার চাহিদা ছিল তুঙ্গে। আর সেই সময়ই অক্ষয়, তাঁকে অভিনয় ছাড়তে বলেন। বাগদানের পর নাকি রবিনা, বার বার অক্ষয়কে বিয়ের কথা বলতেন, কিন্তু নানা বাহানায় অক্ষয় পিছিয়ে যেতেন। ঠিক সেই সময়ই একদিন অক্ষয় ও রবিনার কলহ প্রকাশ্যে চলে আসে। জানা যায়, রবিনা নাকি সবার সামনেই অক্ষয়ের বিরুদ্ধে এনেছিলেন বিস্ফোরক অভিযোগ। স্পষ্ট বলেছিলেন, অক্ষয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন! সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনে অক্ষয় ও রবিনার এই কলহ হেডলাইন কেড়েছিল। রবিনা নাকি রাতারাতিই অক্ষয়ের সঙ্গে বাগদান ভেঙে, ঘর ছেড়েছিলেন। আর তারপরেই অক্ষয়ের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে এবং বলিউডে ধীরে ধীরে ছবি সই করা কমিয়ে দেন রবিনা। শোনা যায়, এর নেপথ্যেও নাকি রয়েছে অক্ষয়ের ষড়যন্ত্র। তবে এত কিছু রটলেও, দুজনের এই কলহ পর্ব নিয়ে মুখ খোলেননি অক্ষয় বা রবিনা কেউই।
