হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার রেমো ডি সুজা

১৪ ঘন্টা আগেই লিজেল তাঁর স্বামী রেমোর সঙ্গে ইনস্টা স্টোরিতে এক ছবি পোস্টও করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার রেমো ডি সুজা
রেমো ডি সুজা
Follow Us:
| Updated on: Dec 11, 2020 | 5:50 PM

বলিউডের কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো ডি সুজা হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে ‘রেস থ্রি’র পরিচালককে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। স্ত্রী লিজেল এখন হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন। রেমোর অ্যানজিওপ্লাস্টি সার্জারি করা হয়েছে। আপাতত তিনি সুস্থ আছেন। ১৪ ঘন্টা আগেই লিজেল তাঁর স্বামী রেমোর সঙ্গে ইনস্টা স্টোরিতে এক ছবি পোস্টও করেন। সংবাদমাধ্য়মকে তাঁর স্ত্রী লিজেল বলেন, “একটা হার্ট ব্লকেজ ধরা পড়েছে। রেমো আইসিইউতে ভর্তি রয়েছেন। প্লিজ প্রার্থনা করুন, আগামী ২৪ ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ।”

Remo with his wife

স্ত্রীয়ের পোস্ট করা ছবি

প্রসঙ্গত, রেমোর শেষ পরিচালিত ছবি ছিল ‘স্ট্রিট ডান্সার- থ্রি ডি ’। ছবিতে মুখ্য চরিত্রে  অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর। চলতি বছরের শুরুতেই রিলিজ হয়েছিল  ‘স্ট্রিট ডান্সার- থ্রি ডি ’।

‘স্ট্রিট ডান্সার- থ্রি ডি ’ ছাড়াও ‘রেস-থ্রি’, ‘এ ফ্লাইয়িং জাট’, ‘এ বি সিডি -২’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। বেস্ট কোরিওগ্রাফি বিভাগে ‘বাজিরাও মস্তানি’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান রেমো ডি সুজা।