AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এখন কোটি কোটি টাকার মালকিন সুশান্তের প্রাক্তন প্রেমিকা, সিনেমা ছেড়ে কোন ব্যবসায় হাত পাকাচ্ছেন রিয়া?

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য যাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। মাদকচক্রে নাম জড়িয়ে জেলও খেটেছেন। গোল্ডডিগার তকমাও পেয়েছিলেন রিয়া। সেই রিয়াই এখন কোটি কোটি টাকার মালিক। মাত্র এক বছরেই তাঁর আয় ৪০ কোটি টাকা! কীভাবে?

এখন কোটি কোটি টাকার মালকিন সুশান্তের প্রাক্তন প্রেমিকা, সিনেমা ছেড়ে কোন ব্যবসায় হাত পাকাচ্ছেন রিয়া?
| Updated on: Dec 10, 2025 | 4:04 PM
Share

ইচ্ছে ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠবেন। টুকটাক সিনেমা করছিলেনও। কিন্তু নিয়তি তখন লিখছিল অন্য কাহিনি। সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হওয়ায় তাঁর জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, তা ভাবলেও এখন কেঁপে ওঠেন রিয়া চক্রবর্তী। হ্যাঁ, সেই রিয়া চক্রবর্তী। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য যাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। মাদকচক্রে নাম জড়িয়ে জেলও খেটেছেন। গোল্ডডিগার তকমাও পেয়েছিলেন রিয়া। সেই রিয়াই এখন কোটি কোটি টাকার মালিক। মাত্র এক বছরেই তাঁর আয় ৪০ কোটি টাকা! কীভাবে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানিয়েছেন, কীভাবে তাঁর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। যে অধ্যায়ে তিনি আর অভিনেত্রী নন, বরং পোশাক ব্যবসায়ী।

রিয়ার পোশাক ব্র্যান্ডের দাম ‘চ্যাপ্টার ২ ড্রিপ’। এই পোশাক ব্র্যান্ড থেকেই এক বছরে রিয়া আয় করেছেন ৪০ কোটি টাকা। তবে শুধুই এই পোশাক ব্র্যান্ড নয়, রিয়া একটি পডকাস্ট সঞ্চালনাও করেন। যেখানে হাজির হন বলিউডের নামকরা তারকারা। সেই পডকাস্ট থেকেও ভালই আয় করেন রিয়া। এমনকী, সেই পডকাস্টের হাত ধরেই নিজের ব্র্যান্ডের প্রচার সারেন রিয়া চক্রবর্তী।

এক সাক্ষাৎকারে রিয়া বলেন, সুশান্তের মৃত্যুর পর মারাত্মক ভেঙে পড়েছিলাম। ভেবেছিলান সব শেষ। কিন্তু ঠিক করে ফেলেছিলাম, আর যাই হোক সিনেমায় ফিরব না। তাই নতুন জীবন শুরু করলাম, পোশাক ব্যবসায়ী হিসেবে। তাই তো ব্র্য়ান্ডের নাম দিলাম চ্যাপ্টার ২ ড্রিপ। রিয়া জানিয়েছেন, মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এই ব্র্যান্ডের পোশাকের দাম ঠিক করা হয়েছে। অনলাইনের পাশাপাশি মুম্বইতে একটা স্টোর রয়েছে রিয়ার চ্যাপ্টার ২ ড্রিপের।