‘আরে পাসিং মত দে’, মুম্বইয়ের পার্টিতে ঋতুপর্ণাকে চরম অপমান! ভাইরাল ভিডিয়ো
Rituparna Sengupta: সম্প্রতি বলিউডের এক পার্টিতে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ওই একই পার্টিতে হাজির ছিলেন শিল্পা শেট্টিও। মুম্বই মানেই পাপারাৎজির বাড়বাড়ন্ত। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, শিল্পাকে দেখা মাত্রই ঘিরে ধরে পাপারাৎজি।
টলিউডের রানি তিনি। শুধু কি টলিউড? বলিউডেও বেশ পরিচিত নাম তিনি। মেনস্ট্রিম ছবিতে সেভাবে দেখা না গেলেও বলিউডের বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই অভিনেত্রীকেই নাকি পড়তে হল এমন পরিস্থিতিতে! ভিডিয়ো ভাইরাল হতেই চটে লাল ভক্তরা। কী ঘটেছে?
সম্প্রতি বলিউডের এক পার্টিতে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ওই একই পার্টিতে হাজির ছিলেন শিল্পা শেট্টিও। মুম্বই মানেই পাপারাৎজির বাড়বাড়ন্ত। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, শিল্পাকে দেখা মাত্রই ঘিরে ধরে পাপারাৎজি। উঠতে থাকে একের পর এক ছবি। ঋতুপর্ণা বুঝতে না পেরে চলে আসেন ক্যামেরার সামনে। ঢাকা পড়ে যান শিল্পা। হাত দিয়ে বিরক্তির অঙ্গভঙ্গিও করতে দেখা যায় তাঁকে, ভিডিয়ো অন্তত দাবি করছে এমনটাই। আর এমন সময়ই, পাপারাৎজির ভিড় থেকে ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে এমন কিছু বলা হয় যা শুনে মনখারাপ তাঁর ভক্তদের। একজন পরিষ্কার বলেন, “আরে পাসিং মত দে”, অর্থাৎ সামনে দিয়ে যাস না! আর একজন বলে ওঠেন, “ফ্রেম কিউ কাট রহা হ্যায় ইয়ে?” এরপরেই তেলেবেগুনে জ্বলে ওঠেন তাঁর ভক্তরা।
View this post on Instagram
এক ভক্ত মন্তব্য সেকশনে লেখেন, “কেন এত বাঙালি বিদ্বেষ? শিল্পা শেট্টির মতো তিনিও তো সমান জনপ্রিয়। এই টুকু সম্মান কি তাঁর প্রাপ্য নয়? এ কী ধরনের ব্যবহার?” যদিও ঋতুপর্ণার তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য আসেনি। তবে গোটা ঘটনায় তিনি যে পড়েছিলেন এক অপ্রস্তুত অবস্থার মধ্যে, তা কার্যত ঠাওর করা যায় ওই ভাইরাল হওয়া ভিডিয়ো থেকেই।