‘একটা কিছু পাওয়ার আশা তো করেই…’, ঘরের বায়োস্কোপে আবেগঘন ঋতুপর্ণা
Ghorer Bioscope: বিনোদন জগতের তারকাদের, তাঁদের নিজ-নিজ কাজের জন্য সম্মানিত করার জন্যই এই উদ্যোগ প্রথম নিয়েছিল TV9 বাংলা। ওটিটি থেকে টেলিভিশন বাদ জাননি কেউ-ই। বাছাই করে সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সকলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে। TV9 বাংলার ঘরের বায়োস্কোর আরও একবার দরজায় কড়া নারছে। একরাশ তারাদের উপস্থিতিতে জমে উঠেছিল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩-র আসর। বিনোদন জগতের তারকাদের, তাঁদের নিজ-নিজ কাজের জন্য সম্মানিত করার জন্যই এই উদ্যোগ প্রথম নিয়েছিল TV9 বাংলা। ওটিটি থেকে টেলিভিশন বাদ জাননি কেউ-ই। বাছাই করে সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সকলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
একসময় বাংলা ছবি বলতেই এককথায় চোখের সামনে ভেসে আসত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি। পর্দায় তাঁদের রসায়ন দেখা জন্য মুখিয়ে থাকতেন দর্শক। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বরাবরই তাঁর পরিণত অভিনয়ের মাধ্যে দর্শকদের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিককালে ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’-এর মতো ছবি, মানুষকে ভালবাসার পাঠ পড়ায়। বর্তমানে অন্য ধারার ছবিই মূলত করতে দেখা যাচ্ছে তাঁকে। সেবার সকলের সঙ্গে ঋতুপর্ণার উপস্থিতিতে পূর্ণতা পায় এই অ্যাওয়ার্ডের আসর। রেড কার্পেটে দাঁড়িয়ে কী বলেছিলেন অভিনেত্রী?
ঝোলা দুল, হাত ভর্তি চুড়ি, ও হালকা রঙা শাড়িতে ধরা দিলেন ‘প্রাক্তন’-এর সুদীপা। উপস্থিত হয়েই, TV9 বাংলার ক্যামেরায় উঁকি দিলেন তিনি। রেড কার্পেটে দাঁড়িয়ে বললেন, “এটা TV9 বাংলার একটা নতুন উদ্যোগ। আমার ভীষণ ভাল লাগল, কারণ আমাদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কাজ হওয়া উচিত। মানুষ যখন কাজ করে তখন একটা কিছু পাওয়ার আশাতো করেই। আমার মনে হয় এটা একটা দারুণ অনুষ্ঠান হল, এবং বারবার হবে আশা করি।” মঞ্চে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে ডেকে নেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়। বক্তব্য রাখার পাশাপাশি নতুনদের টিপসও দেন সকলের প্রিয় ঋতুপর্ণা।
আরও একবার সেই জমজমাট সন্ধ্যা হাজির। ২০২৪ ঘরের বায়োস্কোপ ফিরছে আরও বড় মাপে, আরও বড় আয়োজনে। বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।