প্রেমিক নয়! রোহন তাঁর…জন্মদিনেই সবটা জানালেন অঙ্গনা
Tollywood Gossip: এ দিন রাত বাড়তেই অঙ্গনাকে নিয়ে এক ভালবাসার পোস্ট করেন রোহন। তিনি লেখেন, "তোমার জন্মদিনের জন্য একটা ইচ্ছে। যা চাও তাই যেন পাও। যা প্রার্থনা কর, সেই প্রার্থনাই যেন সত্যি হয়। শুভ জন্মদিন সুন্দরী।" চুপ করে থাকেননি অঙ্গনাও।
সৃজলা গুহ অতীত। টলিপাড়ায় এ এখন ওপেন সিক্রেট প্রেম করছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়। আজ অর্থাৎ ৯ এপ্রিল অঙ্গনার জন্মদিন। আর এই বিশেষ দিনেই তাঁদের সম্পর্কে যেন এক নতুন নাম দিলেন অঙ্গনা। জানালেন, প্রেমিক নয়, তাঁর জীবনে রোহনের রয়েছে এক অন্য পরিচয়।
এ দিন রাত বাড়তেই অঙ্গনাকে নিয়ে এক ভালবাসার পোস্ট করেন রোহন। তিনি লেখেন, “তোমার জন্মদিনের জন্য একটা ইচ্ছে। যা চাও তাই যেন পাও। যা প্রার্থনা কর, সেই প্রার্থনাই যেন সত্যি হয়। শুভ জন্মদিন সুন্দরী।” চুপ করে থাকেননি অঙ্গনাও। পাল্টা লেখেন, “ধন্যবাদ বেস্টি।” রোহনকে নিজের প্রিয় বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন তিনি। তবে শাহরুখ-কাজল তো কবেই বলে গিয়েছেন, “প্যায়ার দোস্তি হ্যায়।”
সৃজলার সঙ্গে বিচ্ছেদের পর রোহনকে নিয়ে কম আলোচনা হয়নি। সে সময় এ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেমের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমন ভাবেই স্পেস দেওয়া হবে।” তবে আবারও নতুন ভাবে জীবন গুছিয়ে নিয়েছেন রোহন। অনস্ক্রিন ভালবাসা যেন অফস্ক্রিনেও। নিজেরা কবে সত্যিটা সকলের সামনে স্বীকার করে নেন, এখন সেটাই দেখার।