AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh khan: জানেন বছরে কত কোটি কর দেন শাহরুখ? কেনা যেতে পারে ১৫০-ও বেশি বাড়ি

Bollywood: একটা সময় শাহরুখ স্থির করেছিলেন তিনি আর অভিনয় করবেন না। তবে ভাগ্যের চাকা ঘুরে যায় ২০২৩ সালে। মোট ২০০০ কোটির ব্যবসা করে তাঁর তিন ছবি। বলিউডে সব থেকে বেশি কালেকশন। সেখান থেকেই দাঁড়িয়ে মোটা টাকা কর দতে হল শাহরুখ খানকে।

Shah Rukh khan: জানেন বছরে কত কোটি কর দেন শাহরুখ? কেনা যেতে পারে ১৫০-ও বেশি বাড়ি
| Updated on: Sep 05, 2024 | 2:40 PM
Share

শাহরুখ খান, বলিউড বাদশা। কিং-এর মতই রাজত্ব করছেন গত তিন দশকের বেশি সময় ধরে। সামান্য কটা টাকা পকেটে নিয়ে মুম্বইতে আসা এই অভিনেতা, কিছু বছরের মধ্যেই বলিউডে নিয়ের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন। চোখের পলকে সকলের মনের রাজা হয়ে উঠেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিন্দুমাত্র ভাটা পড়েনি তাঁর জনপ্রিয়তায়। যদিও একটা সময় তিনি স্থির করেছিলেন ছবি করা ছেড়ে দেবেন। পর পর দুই ছবি ফ্লপ। করোনার ঠিক আগের মুহূর্তে শাহরুখ স্থির করেছিলেন তিনি আর অভিনয় করবেন না। তবে ভাগ্যের চাকা ঘুরে যায় ২০২৩ সালে। মোট ২০০০ কোটির ব্যবসা করে তাঁর তিন ছবি। বলিউডে সব থেকে বেশি কালেকশন। সেখান থেকেই দাঁড়িয়ে মোটা টাকা কর দতে হল শাহরুখ খানকে।

২০২৩-২৪ আর্থিক বর্ষে শাহরুখ খান মোট ৯২ কোটি টাকা আয় কর দিলেন। যা দিয়ে ৬০ লাখের ১৫০ টির মত বাড়ি কিনে ফেলা যায়। চলতি বছরে অভিনেতাদের মধ্যে তিনিই সর্বাধিক কর জমা করেছেন। শাহরুখ খানের পরই এই তালিকায় নাম লিখিয়েছেন থলপতি বিজয়, দক্ষিণী তারকা। তিনি মোট ৮০ কোটি টাকার আয় কর দিয়েছেন। সলমন খান যদিও কোনও হিট ছবি উপহার দেননি ২০২৩-এ, তবুও তিনি তৃতীয়স্থান দখল করেছেন এই তালিকায়। কর দিয়েছেন ৭১ কোটি টাকা।

শাহরুখ খান বরাবরই আয় কর সময় মত দিয়ে সুনাম কুড়িয়েছেন। কখনও তবে চলতি বছরে সব থেকে বেশি টাকার কর দিলেন কিং খান। যদিও সেই তালিকা থেকে বাদ রয়েছে জওয়ান ছবির নাম। কারণ তা ২০২৩-এর এপ্রিল ছবির আগেই মুক্তি পেয়েছিল।