‘ঈশ্বর যা দিয়েছে, তাতেই সন্তুষ্ট…’, স্তনের সাইজ কমিয়ে উপলব্ধি শার্লিনের, অনুরাগীদের কী বার্তা দিলেন?

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও বলেন, “আমি কিছুটা চিন্তায় রয়েছি, আবার একইসঙ্গে ভীষণ উৎসাহিত। এই অতিরিক্ত বোঝাহীন নতুন জীবন ফিরে পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। ঈশ্বর যেন আমাকে এবং চিকিৎসকদের আশীর্বাদ করেন।”

ঈশ্বর যা দিয়েছে, তাতেই সন্তুষ্ট...,  স্তনের সাইজ কমিয়ে উপলব্ধি শার্লিনের, অনুরাগীদের কী বার্তা দিলেন?

|

Nov 16, 2025 | 3:06 PM

ভেবেছিলেন এক। হল আরেক রকম। আর সেটা হতে গিয়েই নতুন উপলব্ধি শার্লিন চোপড়ার। হ্যাঁ, বিপাকে পড়ে সম্প্রতি স্তনের সাইজ কমালেন বলিউডের এই হট নায়িকা। সিনেমার কারণেই সিলিকনের সাহায্যে স্তনের সাইজ বাড়িয়ে ছিলেন। আর এবার নিজের লাইফস্টাইলকে সঠিক ও স্বাভাবিক রাখতে ফিরলেন পুরনো অবতারে। পুরনো অবতারে ফিরেই নতুন উপলব্ধির কথা খুল্লমখুল্লা সোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন শার্লিন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অস্ত্রোপচারের আগে শার্লিন জানিয়ে ছিলেন, “গত কয়েক মাস ধরে আমি পিঠ, গলা, কাঁধ ও বুকের তীব্র ব্যথায় ভুগছিলাম। নানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, এই ব্যথার মূল কারণ আমার ভারী ইমপ্লান্ট। তাই নিজের সুস্থতা, শরীরের স্বাভাবিক শক্তি ফিরে পাওয়ার জন্যেই আমি স্থায়ীভাবে সেগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।”

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও বলেন, “আমি কিছুটা চিন্তায় রয়েছি, আবার একইসঙ্গে ভীষণ উৎসাহিত। এই অতিরিক্ত বোঝাহীন নতুন জীবন ফিরে পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। ঈশ্বর যেন আমাকে এবং চিকিৎসকদের আশীর্বাদ করেন।”

জানা গিয়েছে, শার্লিনের স্তন থেকে ৮২৫ গ্রাম ওজনের সিলিকন বাদ দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর শার্লিন লিখেছেন, এখন নিজেকে প্রজাপতির মতো ফুরফুরে লাগছে। সঙ্গে অনুরাগীদের বিশেষ বার্তা দিয়ে শার্লিন লিখেছেন, সোশাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিজ্ঞাপন দেখে কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না। এতে ক্ষতি আপনার। ঈশ্বর যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকুন। নাহলে আপনার ক্ষতি। যেমন, আমি উচিত শিক্ষা পেয়েছি।”