দিশা পটানির বাড়িতে গুলি বর্ষণ! সলমনের পর কি এবার টার্গেটে অভিনেত্রী?

এবার বন্দুকবাজদের টার্গেটে দিশা পাটানির বাড়ি! হ্য়াঁ, শুক্রবার ভোর প্রায় ৩ টে নাগাদ মুম্বইয়ের বরেলি এলাকায় দিশা পাটানির বাড়িতে বন্দুকবাজরা হানা দিয়ে চালাল গুলি। জানা গিয়েছে, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়।

দিশা পটানির বাড়িতে গুলি বর্ষণ! সলমনের পর কি এবার টার্গেটে অভিনেত্রী?

|

Sep 13, 2025 | 8:09 PM

গত বছর ১৫ এপ্রিল আচমকা বন্দুবাজের হানা সলমন খানের বাড়িতে। রাউন্ডে রাউন্ডে চলেছিল গুলি। আর এবার বন্দুকবাজদের টার্গেটে দিশা পাটানির বাড়ি! হ্য়াঁ, শুক্রবার ভোর প্রায় ৩ টে নাগাদ মুম্বইয়ের বরেলি এলাকায় দিশা পাটানির বাড়িতে বন্দুকবাজরা হানা দিয়ে চালাল গুলি। জানা গিয়েছে, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানিয়েছে মুম্বই পুলিশ। এই ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারর ও লরেন্স বিষ্ণোই।

তা হঠাৎ টার্গেটে দিশার বাড়ি কেন?

এই গুলি বর্ষণৈর দায় স্বীকার করে গোল্ডি দাবি করেছেন, দিশার পরিবার কথা খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমনন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচর্যকে অপমান করেছেন। আর তাঁদের অপমান করা মানে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের অপমান। এই গুলি বর্ষণের মধ্যে দিয়েই সতর্ক করা হল দিশা তথা দিশার পরিবারকে।

কয়েকদিন আগেই ধর্মগুরুদের নারীবিদ্বেষী তকমা দেন খুশবু। আর তা থেকেই বিতর্কের সূত্রপাত। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে। এমনকী, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে বিঁধেছিলেন খুশবু। দেশদ্রোহী, নংপুসকও বলে কটাক্ষ করেন খুশবু। আর তা থেকেই বিতর্ক দানা বাঁধে। অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য এক দল পুলিশ মোতায়েন করা আছে তাঁর বাড়ির বাইরে।