Shovon-Sohini: অবশেষে বাজল বিয়ের সানাই, কবে চার হাত এক হতে চলেছে শোভন-সোহিনীর
Tollywood: গোপন সূত্রে খবর একেবারেই পাক্কা। সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায় এবার নতুন পথ চলা শুরু করতে চলেছেন। হাতে আর মাত্র কয়েকটা দিন। চলতি সপ্তাহেই জীবন বদলাতে চলেছেন শোভন-সোহিনীর।
প্রেম নিয়ে জল্পনা একটা সময় ছিল তুঙ্গে। তবুও প্রাথমিকভাবে সম্পর্কের কথা মুখে আনেনি তাঁরা। যদিও রোম্যান্স কি আর চাপা থাকে? তাই একটা সময় সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন তাঁরা। একে অন্যের সঙ্গে ছবি দেওয়া থেকে শুরু করে, ট্রিপ, ফুরফুরে প্রেমের তালিকা থেকে যে কিছুই বাদ পড়ছে না, সেটা সকলেরই নজর কাড়ে। যদিও বিয়ে কবে, তা নিয়ে শত-শত প্রশ্ন করলেও মিলছিল না উত্তর। অবশেষে বাজতে চলেছে বিয়ের সানাই। না, কোনও জল্পনা নয়। গোপন সূত্রে খবর একেবারেই পাক্কা। সোহিনী সরকার আর শোভন গঙ্গোপাধ্যায় এবার নতুন পথ চলা শুরু করতে চলেছেন। হাতে আর মাত্র কয়েকটা দিন। চলতি সপ্তাহেই জীবন বদলাতে চলেছেন শোভন-সোহিনীর।
১৫ জুলাই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। তবে শহরের বুকে গালা আয়োজন নয়, শোনা যাচ্ছে তাঁরা শহরু থেকে অনেক দূরে গিয়েই নিজেদের জীবনের এই নতুন শুরুটা মনের মতো করে সাজিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। কাছের মানুষদের নিয়েই এই অনুষ্ঠান। বিয়ের আগে ব্যাচেলার্স, এবং বিয়ের বিশেষ কিছু অনুষ্ঠান নিয়ম মেনেই অনুষ্ঠান সম্পন্ন হবে। তারপর আইনিমতে বিয়ে।
খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়লেও সোহিনী কিংবা শোভন এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে বিয়ের আয়োজন যে তুঙ্গে, তা বোঝাই যাচ্ছে। শোভন ও সোহিনীর সম্পর্কে সিলমোহরের পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন ছিল তুঙ্গে। অবশেষে সেই সুদিন আসতে চলেছে। চার হাত এক হতে চলেছে জুটির।