শুভ্রজিৎ মিত্রর ছবি দেবী চৌধুরাণীর মুকুটে নতুন পালক ?
“দেবী চৌধুরাণী” চলচ্চিত্রটি প্রয়োজনার দায়িত্বে রয়েছে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক, এনএফডিসি, এফএফও এবং ইনভেস্ট ইন্ডিয়া।

পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি “দেবী চৌধুরাণী” মু্ক্তির কথা ছিল এই মে মাসে। তবে এখন খবর এই ছবি কবে মুক্তি পাবে সেটা ঠিক করবে ভারত সকারের তথ্য সস্প্রচারক দফতর। এই ছবি মুক্তির আগেই খবেরর শিরনামে। “দেবী চৌধুরাণী” চলচ্চিত্রটিকে ভারতের সংস্কৃতি মন্ত্রক ওয়েভস ২০২৫ -এ ঘোযণা করা হল প্রথম সরকারি ভারত-ব্রিটেন যৌথ প্রযোজনার ফিচার ফিল্ম । এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে ছবির প্রযোজকদের প্রি-টিজার প্রদর্শন এবং চলচ্চিত্রটি নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এর ফলে ‘দেবী চৌধুরাণী’ একমাত্র ভারতীয় চলচ্চিত্র হিসেবে ওয়োভসের সাংবাদিকদের সামনে প্রদর্শিত করা হয়। প্রসঙ্গত অই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দর্শনা বনিক, বিবৃতি শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অনেকে।
“দেবী চৌধুরাণী” চলচ্চিত্রটি প্রয়োজনার দায়িত্বে রয়েছে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক, এনএফডিসি, এফএফও এবং ইনভেস্ট ইন্ডিয়া। নির্মাতাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিটেড মোশন পিকচার্স এর অনিরুদ্ধ দাসগুপ্ত লোক আর্সৌটস কালেকটিভ এর সৌম্যজিৎ মজুমদার এবং সহ-প্রযোজক মরিঙ্গা স্টুডিওজের মুনসুর আলি ।

ভারতের প্রথম বিশ্ব অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস ২০২৫-এর ১ মে থেকে ৪ মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এবং এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধিত্বে দশ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই সম্মেলনে বলিউড থেকে টলিউডের বহু তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
