AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইনস্টাগ্রামে ‘বডিবিল্ডার’দের একাংশকে কটাক্ষ শ্রাবন্তীর ছেলের

নির্দিষ্ট কারও নাম না করেই সোশ্যাল মিডিয়ায় বডিবিল্ডারদের একাংশকে কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান অভিমন্যু চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ‘কিছু বডিবিল্ডার একেবারেই ব্রেনলেস’, এমনটাই বক্তব্য তাঁর। মঙ্গলবার নিজের ইনস্টা স্টোরিতে অভিমন্যু লেখেন, “কিছু বুদ্ধিহীন বডিবিল্ডার রয়েছে যারা নিজেদের শরীর এত পাম্প করে যে মাথায় আর কিছুই থাকে না। একটা জিনিস কিছুতেই বুঝতে পারি […]

ইনস্টাগ্রামে 'বডিবিল্ডার'দের একাংশকে কটাক্ষ শ্রাবন্তীর ছেলের
বাঁ দিকে রোশন সিং এবং ডান দিকে ছেলের সঙ্গে শ্রাবন্তী।
| Updated on: Jan 13, 2021 | 4:05 PM
Share

নির্দিষ্ট কারও নাম না করেই সোশ্যাল মিডিয়ায় বডিবিল্ডারদের একাংশকে কটাক্ষ করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান অভিমন্যু চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, ‘কিছু বডিবিল্ডার একেবারেই ব্রেনলেস’, এমনটাই বক্তব্য তাঁর।

মঙ্গলবার নিজের ইনস্টা স্টোরিতে অভিমন্যু লেখেন, “কিছু বুদ্ধিহীন বডিবিল্ডার রয়েছে যারা নিজেদের শরীর এত পাম্প করে যে মাথায় আর কিছুই থাকে না। একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, এদের জীবনে কি ভদ্রভাবে কথা বলার মতো সৎ সাহস নেই? কারণ, তারা সভ্যভাবে, ভদ্র ভাবে বেড়েই ওঠেনি।”

ঘটনাচক্রে শ্রাবন্তীর স্বামী রোশন সিং একজন বডিবিল্ডার। তাঁর নিজের জিমও রয়েছে। তাই অভিমন্যুর ওই পোস্টের পর নেটিজেনদের একাংশের ধারণা সরাসরি নাম না নিলেও ঝিনুকের ইঙ্গিত রোশনের দিকেই। যদিও রোশন এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। ঠিক কাকে উদ্দেশ্য করে ওই পোস্ট, তা নিয়ে মুখ খোলেননি অভিমন্যুও। ‘

srabanti

এই সেই স্টোরির স্ক্রিনশট

বিগত কয়েক মাস ধরে রোশন এবং শ্রাবন্তীর সম্পর্ক যে বিশেষ ভাল যাচ্ছে না, তা জানতে বাকি নেই কারও। পুজোর সময় থেকেই আলাদা থাকছেন তাঁরা। ঝিনুক ওরফে অভিমন্যু যদিও এই গোটা সময়টা ঢাল হয়ে দাঁড়িয়েছেন মায়ের পাশেই। কিছু দিন আগে তাঁর নিজের প্রেমের খবরেও সোশ্যাল মিডিয়া ছিল উত্তাল। টিনএজার ঝিনুকের সুন্দরী প্রেমিকার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তী অবশ্য জানিয়েছিলেন, ছেলের সম্পর্কের কথা তিনি জানেন। যদিও মায়ের মতো ঝিনুকও পেশা হিসেবে অভিনয় বেছে নেবেন কিনা এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তীর সাফ জবাব ছিল, “ওর পছন্দ র‍্যাপ-মিউজিক। সারাদিন গান শোনে। আর তা নিয়েই থাকে। ওর যা ভাল লাগবে তাই করবে। মা হিসেবে সব সময় ওর সঙ্গে রয়েছি আমি”।