AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সময়ের আগেই ‘ফুলকি’র রোহিতের জীবনে বসন্ত! শার্লির প্রেমে হাবুডুবু অভিষেক?

Tollywood Gossip: শহরে হিমেল বাতাস জানান দিচ্ছে শীত এল বলে। আর শীত আসা মানেই গুটি গুটি পায়ে এসে পড়বে বসন্তও। তবে স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস 'ফুলকি'র সেটে নাকি ইতিমধ্যেই কড়া দিচ্ছে বসন্ত। ক্য়ামেরার সামনে রোহিত-ফুলকির প্রেম জমলেও। বাস্তবে নাকি প্রেম জমেছে রোহিত এবং শালিনীর। শোনা যাচ্ছে, সহঅভিনেত্রী শার্লি মোদকের প্রেমে পড়েছেন অভিনেতা অভিষেক বসু।

সময়ের আগেই 'ফুলকি'র রোহিতের জীবনে বসন্ত! শার্লির প্রেমে হাবুডুবু অভিষেক?
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 3:38 PM
Share

শহরে হিমেল বাতাস জানান দিচ্ছে শীত এল বলে। আর শীত আসা মানেই গুটি গুটি পায়ে এসে পড়বে বসন্তও। তবে স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস ‘ফুলকি’র সেটে নাকি ইতিমধ্যেই কড়া দিচ্ছে বসন্ত। ক্য়ামেরার সামনে রোহিত-ফুলকির প্রেম জমলেও। বাস্তবে নাকি প্রেম জমেছে রোহিত এবং শালিনীর। শোনা যাচ্ছে, সহঅভিনেত্রী শার্লি মোদকের প্রেমে পড়েছেন অভিনেতা অভিষেক বসু। যদিও এই বিষয়ে যে খুব বেশি কথা বলতে তিনি রাজি তেমনটা নয়। কিছু দিন আগেই এসেছিল খবরটা। শোনা গিয়েছিল অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে প্রেম ভেঙেছে তাঁর।

যদিও এ প্রসঙ্গে TV9 বাংলার তরফে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনও কথা বলতে চান না। শোনা গিয়েছিল চলতি বছরের ডিসেম্বরেই সুরভীর গলায় মালা দেবেন অভিষেক। সে সব এখন অতীত। শোনা যাচ্ছে, নায়কের জীবন জুড়ে এখন নাকি শুধুই শার্লি। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও কথা বলতেই নারাজ তাঁরা। তবে নায়কের ইনস্টাগ্রাম স্টোরিতে আভাস পাওয়া গেল তাঁদের প্রেমেরই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক লেখেন, “২০২৪ আমাকে তোমায় দিয়েছে, তাই এই বছরটাকে আমি মন-প্রাণ দিয়ে ভালোবাসি।” তা দেখে দর্শক মনে প্রশ্ন তাহলে কি এ ভাবেই প্রেমের ইস্তেহার করলেন নায়ক? সেই উত্তর অবশ্য অধরা।

উল্লেখ্য, সুরভীর আগে দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। তিক্ততার সঙ্গেই বিচ্ছেদ হয়েছিল তাঁদের। এমনকি সুরভীকে নিয়ে বছর খানেক আগে এক পোস্টও করেছিলেন অভিষেক। তাতে লেখা ছিল, “কিছু মানুষ আছে যারা তোর আর আমার খারাপ চায়। তারা চায় যে আমরা যেন আলাদা হয়ে যাই। তারা চায় আমরা যেন অসুখী থাকি, তোর আর আমার ছবিতে অভিশাপ দিয়ে নিজেদের ভগবান মনে করে। তারা সবাই একদিন বুঝবে যে অন্যের খারাপ চাইলে নিজের ভাল হয় না।” এখানেই না থেমে আরও লিখেছিলেন অভিষেক। লিখেছিলেন, “আমার শিবজি আর তোর গণেশজি জানেন, জীবনে অনেক ভুল পেরিয়ে যাকে খুঁজছিলাম তাঁকে পেয়েছি। এই বিশ্ব আমাদের এক করেছে।” এত ভালবাসার পরেও কেন ছাড়াছাড়ি? ওঠে প্রশ্ন।