ভাইরাল: খোলা চুলে শ্রাবন্তী, চুপ রইলেন না মদন! লিখলেন কী?
২০২১-এর বিধানসভায় বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তিন জিততে পারেননি। এর পর থেকেই বিজেপি থেকে সরে আসেন তিনি।
এমনিতে নায়িকাদের কমেন্ট বক্সে খুব একটা আনাগোনা থাকে না তাঁর। তবে নায়িকা যখন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তখন কামারহাটির ‘রঙিন’ বিধায়কও রইলেন না চুপ। রবিবারের অলস দুপুরে মাংসভাতের পাশাপাশি আপাতত ‘চায়ে পে চর্চা’ শ্রাবন্তী ও মদনে ইনস্টা-চ্যাট। শ্রাবন্তী সুন্দরী, এ দিন খোলা চুলে গোলাপি শাড়িতে দেখে কমেন্ট করা থেকে নিজেকে আটকাতে পারলেন না তিনি। তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীকে মনে করিয়ে দিলেন, “হাই, পুজো আসছে।” ওদিকে মদনের কমেন্টের পাল্টা উত্তর দিতে দেখা গেল শ্রাবন্তীকেও। তিনি লিখলেন, “হ্যাঁ দাদা।” সঙ্গে ভালবাসার এক মিষ্টি ইমোজি। ওই চ্যাট আপাতত সমাজমাধ্যমে ভাইরাল। রসিকতাও কম হচ্ছে না। শ্রাবন্তীর সঙ্গে মদনের দীর্ঘদিনের আলাপ। অতীতে বহু অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গিয়েছে তাঁদের।
২০২১-এর বিধানসভায় বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে তিন জিততে পারেননি। এর পর থেকেই বিজেপি থেকে সরে আসেন তিনি। ঘনিষ্ঠতা বাড়তে থাকে রাজ্য সরকারের সঙ্গে। সম্প্রতি ২১ জুলাইয়ের মঞ্চেও দেখা যায় তাঁকে। আগামী দিনে সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যাবে কিনা এখন সেটাই দেখার।
View this post on Instagram