AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বৃষ্টিভেজা শ্রাবন্তীকে দেখেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন…

Srabanti Chatterjee: শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই শরীর কিংবা ফ্যাশন সম্পর্কে সচেতন। সব সেলেবরাই মূলত ডায়েট মেনেই চলেন। শ্রাবন্তী তার ব্যতিক্রম নন। কিন্তু কোথাও গিয়ে যেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেই সচেতনতা ভুলেই অসময়ের বৃষ্টিতে ভাসালেন গা।

বৃষ্টিভেজা শ্রাবন্তীকে দেখেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন...
| Updated on: Feb 23, 2024 | 2:33 PM
Share

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিপাড়ার অন্যতম চর্চিত স্টার। যাঁকে নিয়ে চর্চা থাকে তুঙ্গে। বোল্ড লুক থেকে শুরু করে ব্যক্তিজীবন, সব নিয়েই বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই সেখানে ছবি থেকে ভিডিয়ো পোস্ট করে থাকেন। এবার বসন্তের বৃষ্টি গায়ে মেখে ভিডিয়ো দিলেন তিনি। বৃষ্টি ভেজা সেই ভিডিয়ো দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা। কেউ প্রশংসা করলেন তাঁর, কেউ আবার দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। তৃতীয় বিয়ে ভেঙে এখনও তিনি একপ্রকার সিঙ্গল। সম্পর্কের নানা জল্পনা বাস্তব হলেও তিনি নিজে মুখে তাঁর জীবনে চতুর্থ পুরুষকে নিয়ে মুখ খোলেননি।

তবে এক ভক্ত শ্রাবন্তীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসতেই তা সকলের নজর কাড়ল। অভিনেত্রী এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত। বহু ছোট থেকেই শ্রাবন্তী অভিনয় জগতে হাতে খড়ি দিয়েছেন। একের পর এক হিট ছবিও রয়েছে তাঁর দখলে। মাঝে কিছুটা সময় বিরতি গেলেও এখন কোমড় বেঁধে নেমে পড়েছেন একের পর এক ছবির কাজে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির কাজ শেষ করেছেন তিনি। দেবী চৌধুরানি সর্বাধিক চর্চিত ছবি তাঁর। যার মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সকলে। এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তাঁর লুক প্রকাশ্যে আসা মাত্রই সকলেই প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই শরীর কিংবা ফ্যাশন সম্পর্কে সচেতন। সব সেলেবরাই মূলত ডায়েট মেনেই চলেন। শ্রাবন্তী তার ব্যতিক্রম নন। কিন্তু কোথাও গিয়ে যেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সেই সচেতনতা ভুলেই অসময়ের বৃষ্টিতে ভাসালেন গা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বৃষ্টি মাখা সেই ছবি টলিঅনলাইন আনল সামনে।