AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বীরের সঙ্গে ব্রেকআপের পর প্রথম পোস্ট তারা সুতরিয়ার, কী লিখলেন নায়িকা?

ভক্তরা লক্ষ্য করেছেন, তারার ছবির এই বিপুল সাফল্যে বীর কোনো প্রতিক্রিয়া দেননি, এমনকি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও টিজারটি শেয়ার করেননি। অথচ মাত্র কয়েক মাস আগেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি প্রেম উজাড় করে দিয়েছিলেন। সূত্রের খবর, বিচ্ছেদের খবরটি সত্য হলেও ঠিক কী কারণে তাঁদের এই বিচ্ছেদ, তা এখনও আড়ালেই রয়েছে।

বীরের সঙ্গে ব্রেকআপের পর প্রথম পোস্ট তারা সুতরিয়ার, কী লিখলেন নায়িকা?
| Updated on: Jan 10, 2026 | 10:38 AM
Share

বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার প্রেমে কি সত্যিই ইতি ঘটেছে? গত কয়েকদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। ‘ফিল্মফেয়ার’-এর সাম্প্রতিক রিপোর্টে তাঁদের বিচ্ছেদের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লেও, তারা নিজে কিন্তু এই বিষয়ে স্পিকটি শব্দটিও করেননি। উল্টে বিচ্ছেদের জল্পনার মাঝেই নিজের আসন্ন ছবি ‘টক্সিক’-এর সাফল্য নিয়ে মেতেছেন অভিনেত্রী।

বীর পাহাড়িয়ার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পর এই প্রথম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন তারা। সেখানে তিনি তাঁর আগামী ছবি ‘টক্সিক’-এর একটি পোস্টার পোস্ট করেছেন। কন্নড় সুপারস্টার যশ অভিনীত এই ছবির টিজার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে ২০০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। লাল ব্যাকগ্রাউন্ডে যশের রাইফেল হাতে সেই পোস্টার শেয়ার করে ছবির সাফল্য উদ্যাপন করেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন বা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

অন্যদিকে বীর পাহাড়িয়াও এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ভক্তরা লক্ষ্য করেছেন, তারার ছবির এই বিপুল সাফল্যে বীর কোনো প্রতিক্রিয়া দেননি, এমনকি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও টিজারটি শেয়ার করেননি। অথচ মাত্র কয়েক মাস আগেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি প্রেম উজাড় করে দিয়েছিলেন। সূত্রের খবর, বিচ্ছেদের খবরটি সত্য হলেও ঠিক কী কারণে তাঁদের এই বিচ্ছেদ, তা এখনও আড়ালেই রয়েছে।

এপি ঢিলোর কনসার্টে গায়কের সঙ্গে তারার ঘনিষ্ঠতা এবং দর্শকাসনে বীরের ‘অস্বস্তি’ নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তাকে ঘিরেই মূলত বিচ্ছেদের সূত্রপাত বলে মনে করছিলেন অনেকে। সেই সময় তারা এবং বীর দুজনেই ‘পেইড পিআর’ এবং ‘ভুল এডিটিং’-এর অভিযোগ তুলে সরব হয়েছিলেন। এমনকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ওরি (Orry) একটি আন-এডিটেড ভিডিও শেয়ার করে দেখিয়েছিলেন যে বীর আসলে তারার জন্য চিৎকার করে উৎসাহ দিচ্ছিলেন। বীর নিজেও সেই ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন, “সত্যের জয় হবেই।”

তবে সেই ‘সত্য’ শেষ পর্যন্ত বিচ্ছেদে গিয়ে ঠেকল কি না, তা নিয়ে ধন্দ কাটছে না। তারা ও বীরের এই নীরবতা কি ঝড়ের আগের স্তব্ধতা? উত্তর পেতে আপাতত সময়ের দিকেই তাকিয়ে অনুরাগীরা।