AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেড়াতে গিয়ে অন্য লুকে ধরা দিলেন ‘রানি রাসমণি’

'করুণাময়ী রানি রাসমণি' দিতিপ্রিয়ার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বেড়াতে গিয়ে অন্য লুকে ধরা দিলেন ‘রানি রাসমণি’
'রানি রাসমণি'র লুকে দিতিপ্রিয়া।
| Updated on: Dec 27, 2020 | 3:08 PM
Share

আটপৌরে করে পরা শাড়ি। গা ভর্তি গয়না। কপালে উজ্জ্বল বড় সিঁদুরের টিপ। তিনিই রানি। শুধু নামে নয়। সংসারের রানিও ছিলেন তিনি। অর্থাৎ রানি রাসমণি। ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের প্রথম দিকে এমন লুকেই দেখা গিয়েছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)।

ধীরে ধীরে এসেছে পরিবর্তন। গল্পের খাতিরেই রানির বয়স বেড়েছে। অফ হোয়াইট শাড়িতে সেই দিতিপ্রিয়াই রাসমণির বেশি বয়সের চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করেছেন। কিন্তু পর্দার বাইরে দিতিপ্রিয়া একেবারে আলাদা। দীর্ঘদিন পরে ছুটি নিয়ে তিনি সপরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছেন। সেখানে ভিন্ন লুকে দেখা গেল অভিনেত্রীকে।

রোদচশমা। হালকা লিপস্টির। সাদা জ্যাকেট, পিঠে ব্যাগ। ঠিক এভাবেই সেলফি শেয়ার করলেন দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেত্রীকে এই রূপে দেখে আপ্লুত অনুরাগীরাও। অফস্ক্রিনের কলেজ পড়ুয়া যেভাবে অনস্ক্রিন ভরিয়ে রাখেন, তার প্রশংসা সব মহলে। আগামী ২৯ ডিসেম্বর থেকে ফের শুটিং ফ্লোরে দিতিপ্রিয়া ফিরবেন বলে খবর।

আরও পড়ুন, করোনা আতঙ্কের মধ্যে প্রেগন্যান্সি, কীভাবে নিজের যত্ন নিচ্ছেন স্নেহা?

‘করুণাময়ী রানি রাসমণি’ দিতিপ্রিয়ার জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। একই সঙ্গে চলছে ছবির কাজও। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’-এ অর্জুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। সম্প্রতি ইন্ডিয়ান প্যানোরামা ২০২০-য় নির্বাচিত হয়েছে ছবিটি। অন্যদিকে তাঁর মুম্বইতে কাজ করা নিয়েও আশাবাদী অনুরাগীরা।

আরও পড়ুন, আইনি জটে ‘গাঙ্গুবাঈ’, আলিয়া, সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের