জন্মদিনে গৃহবন্দি প্রিয়াঙ্কা ভট্টাচার্য কীভাবে সেলিব্রেট করছেন?
করোনা পরিস্থিতিতে সকলের মতোই আতঙ্কিত প্রিয়াঙ্কাও। সে কারণেই ‘মারাদোনার জুতো’-র পর এখনই নতুন কোনও কাজ শুরু করতে চাইছেন না। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি।
বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যা মাত্র। সেই সংখ্যা আজ আরও একটা বাড়ল। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। গতকাল মধ্যরাত থেকেই বিশেষ দিনের সেলিব্রেশন চলছে। তবে সবটাই বাড়ির চার দেওয়ালের মধ্যে। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘মারাদোনার জুতো’তে শেষ অভিনয় করেছেন তিনি।
কীভাবে চলছে সেলিব্রেশন? প্রিয়াঙ্কা বললেন, “গতকাল রাতে মায়ের তৈরি করা কেক কেটেছি। আজ আমি যা ভালবাসি মাটন কষা, চিংড়ির মালাইকারি মা রান্না করেছি। আর বন্ধুরা উইশ করছে ভার্চুয়ালি। সারা দিন বাড়ির সকলের সঙ্গেই কাটাব।”
View this post on Instagram
করোনা পরিস্থিতিতে সকলের মতোই আতঙ্কিত প্রিয়াঙ্কাও। সে কারণেই ‘মারাদোনার জুতো’-র পর এখনই নতুন কোনও কাজ শুরু করতে চাইছেন না। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। তাঁর কথায়, “বাবা অ্যাজমার পেশেন্ট। বাবা-মায়ের জন্যই এখন বাড়ি থেকে বেরিয়ে শুটিং করতে চাইছি না। একটা ওয়েব সিরিজের কথা হয়ে রয়েছে ৯০ শতাংশ ডান। কিন্তু মাস খানেক পরে শুটিং করব।” ‘
আমাদের বাড়ি’ ধারাবাহিকেই প্রথম অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এরপর একে একে ‘বেহুলা’, ‘বিসর্জন’, ‘মা’, ‘সতী’, ‘তুমি আসবে বলে’, ‘অগ্নিজল’, ‘সীমারেখা’র মতো ধারাবাহিকে অভিনয়। ধারাবাহিক ছাড়াও ‘হোলি ফাক’ বা ‘ব্যোমকেশ’-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন। টলিউডের পাশাপাশি লক্ষ্য মুম্বই। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
আরও পড়ুন, নতুন বউয়ের সঙ্গে প্রকাশ্যে আলাপ করিয়ে দিলেন বিজয় ভার্মা!