অক্ষয়ের সঙ্গে সম্পর্ক, শাহরুখে সঙ্গে বিয়ের গুজব, শেষমেশ মুখ খুললেন প্রিয়াঙ্কার মা…

Priyanka Chopra: শোনা যায়, প্রিয়াঙ্কার সঙ্গে নাকি সম্পর্কের গুঞ্জন ছিল অক্ষয় কুমারের এবং শাহরুখ খানের সঙ্গে নাকি তিনি দুবাইয়ে গিয়ে বিয়ে করেছিলেন। এই সব দেখেশুনে কি চুপ ছিলেন শাহরুখ-অক্ষয়ের ঘরণীরা। ছিলেন না। স্বামীদের ধমকের সঙ্গে বলেছিলেন, কোনওদিনও প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজই করতে পারবেন না তাঁরা। এবার মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা।

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক, শাহরুখে সঙ্গে বিয়ের গুজব, শেষমেশ মুখ খুললেন প্রিয়াঙ্কার মা...
প্রিয়াঙ্কা এবং মধু।
Follow Us:
| Updated on: May 30, 2024 | 2:02 PM

শাহরুখ খান এবং অক্ষয় কুমারের সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দুই সুপারস্টারের সঙ্গে একসময় খুবই ভাল সম্পর্ক ছিল মিস ওয়ার্ল্ডের। শোনা যায়, প্রিয়াঙ্কার সঙ্গে নাকি সম্পর্কের গুঞ্জন ছিল অক্ষয় কুমারের এবং শাহরুখ খানের সঙ্গে নাকি তিনি দুবাইয়ে গিয়ে বিয়ে করেছিলেন। এই সব দেখেশুনে কি চুপ ছিলেন শাহরুখ-অক্ষয়ের ঘরণীরা। ছিলেন না। স্বামীদের ধমকের সঙ্গে বলেছিলেন, কোনওদিনও প্রিয়াঙ্কার সঙ্গে আর কাজই করতে পারবেন না তাঁরা।

এক সাম্প্রতিকতম সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া মুখ খুলেছেন। চিরটাকালই মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। শাহরুখ খান এবং অক্ষয় কুমার সম্পর্কে জানতে চাওয়া হয় মধুর থেকে। মধু তাঁদের দু’জনকেই ‘ভাল ব্যবসায়ী’র তকমা দিয়েছেন।

কেবল মধু নন, প্রিয়াঙ্কা নিজেও সকলকে চমকে দিয়েছিলেন সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মন্তব্য করে। তিনি বলেছিলেন, “সম্পর্কগুলিতে জড়িয়ে পড়ার পর আমি এক্কেবারেই নিজেকে সময় দিতে পারিনি। আমার মনে হয়েছে অনেক বেশি মাত্রায় কাজ করেছি এবং আমার সহ-অভিনেতাদের ডেট করেছি। আমার সম্পর্কের বিষয়ে আগে থেকেই কিছু ধারণা ছিল এবং আমি সেই ধারণাগুলি নিয়েই থেকেছি। সেই ধারণা নিয়েই এগিয়ে গিয়েছি জীবনে।”