AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেবের সঙ্গে সম্পর্ক! রুক্মিণীর গালে সজোরে চড় কষিয়েছেন মা, তারপর…

Rukmini Maitra: মা-বাবকে ঘিরেই জীবন ছিল বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। এখন তাঁর জীবন দেবকে ঘিরে। সম্পর্কের কথা অনেকদিনই লুকিয়ে রেখেছিলেন দেব-রুক্মিণী। কিন্তু জানাজানি হতেই বাড়িতে বোম পড়েছিল রুক্মিণীর। প্রচণ্ড রেগে গিয়ে মেয়ের গালে একটা চড় মেরেছিলেন তাঁর মা, তারপর...

দেবের সঙ্গে সম্পর্ক! রুক্মিণীর গালে সজোরে চড় কষিয়েছেন মা, তারপর...
রুক্মিণী মিত্র (বাঁ দিক থেকে), দেব, মায়ের সঙ্গে রুক্মিণী...
| Updated on: Jun 17, 2024 | 10:11 AM
Share

দক্ষিণ কলকাতার বর্ধিষ্ণু পরিবারে বড় হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর কাজ করছেন তিনি। তাঁর আরও এক পরিচয়, রুক্মিণী অভিনেতা, প্রযোজক এবং ঘাটালের তৃণমূল সংসাদ দেবের প্রেমিকা। অনেকগুলো বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। প্রথম-প্রথম স্বীকার না করলেও, পরের দিকে তাঁরা কেউই লুকিয়ে রাখেননি সম্পর্কের কথা। দেব মেদিনীপুরের ছেলে। অনেক স্ট্রাগল করেছেন। বাবা মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। শোনা যায়, তাঁদের নাকি সেখানে কেটারিংয়ের ব্যবসা ছিল। সেই সূত্রে ছোটবেলার অনেকটা সময় মুম্বইয়ে কাটিয়েছেন দেব। তারপর কলকাতায় ফিরে এসে টলিউড ফিল্ম জগতের সঙ্গে যুক্ত হলেন। প্রথম থেকেই তাঁর ক্রেজ বিশাল। যদিও দেবকে বেশ কয়েক বছর স্ট্রাগলও করতে হয়েছে। এই দেবের সঙ্গে সম্পর্ক তৈরি হয় রুক্মিণীর। সেই সম্পর্কের কথা খবরের কাগজে বড়-বড় করে বেরিয়েছিল। তা জানাজানি হওয়ার পর বোম পড়ে রুক্মিণী পরিবারে। অভিনেত্রীকে সজোরে চড় খেতে হয় মায়ের হাতে।

এক পডকাস্ট শোতে সেই কথা জানিয়েছিলেন রুক্মিণী। অভিনেত্রী বলেছিলেন যে, সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হওয়ার পর মূলত বাবার পরিবারে ঝড় বয়ে গিয়েছিল। প্রিন্ট আউট বের করে এনে বাবা-মাকে দেখানো হয়েছিল। বলা হয়েছিল, দেখো তোমাদের মেয়ে বাইরে কী-কী করে বেড়াচ্ছে! সেই দিন রুক্মিনীর মা সপাটে তাঁর গালে একটি চড় কষিয়েছিলেন। রুক্মিণী বলেছিলেন, “মা আসলে খুব আঘাত পেয়েছিলেন। এত কিছু জানাই মাকে, এই খবরটা জানায়নি দেখে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তা ছাড়া, আমি নিজেও তো ঠিকমতো জানতাম না সম্পর্কটা কতদূর এগোবে। একবিন্দুও বুঝতে পারিনি এতদিন টিকে যাবে।”

দেবের জীবনে আলোর মতো আগমন ঘটেছে রুক্মিণীর। অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর মায়ের কাছে চড় খেয়েছিলেন রুক্মিণী ঠিকই, কিন্তু পরবর্তীকাল তাঁর পরিবার দেবকে আপন করে নিয়েছে। দেবের পরিবারের সঙ্গে রুক্মিণীর যেমন খুবই ভাল সম্পর্ক, ঠিক তেমনই রুক্মিণীর পরিবারের সঙ্গেও দেবের দারুণ ভাব-ভালবাসা। রুক্মিণীর খুদে বোনঝি দেবকে চোখে হারায়। দেবও তাই। তাঁদের দু’জনের তৈরি একাধিক ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।