Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tota-Sreelekha Jodi: টোটা-শ্রীলেখা আবার কাছাকাছি, কবে দেখা যাবে তাঁদের এবার একসঙ্গে?

Tollywood Inside: এই ছবিতে টোটা রায়চৌধুরীর সঙ্গে দেখা যাবে শ্রীলেখা মিত্র, রজতাভ দত্তর মতো শিল্পীদের। টলিউডের অন্যান্য় বেশ কিছু উল্লেখযোগ্য অভিনেতা-অভিনেত্রীরও থাকার কথা এই ছবিতে: অমিত দাস, মৌমিতা পণ্ডিত, সায়ন ঘোষ-সহ একাধিক কলাকুশলী।

Tota-Sreelekha Jodi: টোটা-শ্রীলেখা আবার কাছাকাছি, কবে দেখা যাবে তাঁদের এবার একসঙ্গে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 4:42 PM

টোটা রায়চৌধুরীর জন্য ২০২৩ কেরিয়ারের দিক থেকে যতটা সফল হয়েছে, তার থেকেও আরও ভাল হতে চলেছে ২০২৪। আশা অন্তত তেমনটাই। নতুন বছরে টলিউড থেকে বলিউড, তাঁর একগুচ্ছ নতুন যে কাজ আসছে, সেখানে অদিকাংশ ক্ষেত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা টোটা রায়চৌধুরী স্বয়ং। বলিউডে যেমন তাকে দেখা যাবে ‘দিলের’ থেকে ‘স্পেশাল অপস ২’-এ, তেমনই বেশ কিছু টলিউডের কাজেও দেখা যাবে টোটাকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সৌজন্যে বাঙালির কাছে যেমন ‘ফেলুদা’ হিসেবে এসেছেন টোটা, তেমনই বহুবার তাঁকে দেখা গিয়েছে পুলিশের চরিত্ওরে। বহু বছর আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’ ছবিতে নন্দিতা দাসের বিপরীতে কাজ করেছিলেন, সেই ছবিতেও তিনি একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই-ই নয়, সুজয় ঘোষের পরিচালনায় তৈরি শর্ট ফিল্ম ‘অহল্যা’য় রাধিকা আপ্তের বাড়িতে আগত কলকাতা পুলিশের অফিসারের চরিত্রেও দেখা গিয়েছিল টোটাকেই—চরিত্রের নাম ছিল ইন্দ্র সেন।

এবার খবর, টোটা রায়চৌধুরী আরও একটি ছবির শুটিংয়ের কাজ শুরু করতে চলেছেন নতুন বছরের শুরুতেই। সেখানেও তিনি একজন পুলিশ অফিসার, যাঁকে ঘিরে গল্প বলা হবে। শোনা যাচ্ছে জাতীয় স্তরের একটি প্রযোজনা সংস্থা এই ছবিটি তৈরি করছে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন টলিউডের এক নবীন পরিচালক। এই ছবিতে টোটা রায়চৌধুরীর সঙ্গে দেখা যাবে শ্রীলেখা মিত্র, রজতাভ দত্তর মতো শিল্পীদের। টলিউডের অন্যান্য় বেশ কিছু উল্লেখযোগ্য অভিনেতা-অভিনেত্রীরও থাকার কথা এই ছবিতে: অমিত দাস, মৌমিতা পণ্ডিত, সায়ন ঘোষ-সহ একাধিক কলাকুশলী।

করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে বাঙালি নায়িকা রানি (আলিয়া ভাট)-র বাবার চরিত্রে অভিনয় করে প্যান-ইন্ডিয়া স্তরে জনপ্রিয়তা অর্জন করেছেন টোটা। বিশেষত তাঁর সঙ্গে রণবীর সিংয়ের ‘ডোলা রে ডোলা’র মেল ভার্সন আক্ষরিক অর্থেই ভাইরাল। সুজয় ঘোষের সৌজন্যে ‘কাহানি’ শাশ্বত চট্টোপাধ্যায় ছবির গল্প সম্পর্কে এখনও বিশেষ কিছু না জানা গেলেও ছবির গল্পে প্রধান প্রোটাগনিস্ট হলেন টোটা রায়চৌধুরী।

টোটা রায়চৌধুরীর শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত বহুদিন ধরে বাংলা সিনেমায় নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন শ্রীলেখা মিত্র ও টোটা রায়চৌধুরী। ‘চৌকাঠ’, ‘সৎ ভাই’, ‘গরিবের সম্মান’-সহ বহু ছবি। এই জুটিকে আবার বড় পর্দায় দেখা যাবে এই ছবির সৌজন্যে। তবে এই ছবিতে কি টৌটা-শ্রীলেখা একে-অপরের বিপরীতে কাজ করছেন, সেটা জানতে আরও কিছুদিনের অপেক্ষা। সব মিলিয়ে নতুন গল্প নিয়ে নতুন চরিত্রে বড় পর্দায় দেখা যাবে এই বাঙালি অভিনেতাদের।