Shubhrajit Mitra: চাঁদে কেন জমি কিনলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র?
Shubhrajit Mitra: এর আগেও বহু মানুষ চাঁদে জমি কিনেছে। খবরে প্রকাশ, চাঁদে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের নামেও জমি রয়েছে। যা তাঁর কোনও অনুরাগী শাহরুখকে উপহার দিয়েছে।

চাঁদে জমি কিনলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই খবরটি সামাজিক মাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানিয়েছেন, হ্যাঁ তিনি চাঁদে জমি কিনেছেন। চাঁদে কি আদোও জমি কেনা সম্ভব? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আন্তর্জাতিক মহাকাশ আইন রয়েছে। সেই আইন অনুযায়ী,পৃথিবীর কোন দেশের মহাকাশে কোনও অধিকার নেই। চাঁদ এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হয়। তবে কোন ব্যক্তি চাঁদে জমি কিনতে পারেন। কারণ লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি সংস্থা চাঁদে জমি বিক্রি করে থাকে।
এর আগেও বহু মানুষ চাঁদে জমি কিনেছে। খবরে প্রকাশ, চাঁদে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের নামেও জমি রয়েছে। যা তাঁর কোনও অনুরাগী শাহরুখকে উপহার দিয়েছে। তবে পরিচালক শুভ্রজিতের চাঁদে জমি কেনার উদ্দেশ্য অন্য। সম্প্রতি চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে। এটি ভারতের জন্য গর্বের বিষয়। একজন ভারতীয় হিসেবে তিনি গর্ব প্রকাশ করলেন চাঁদে জমি কেনার মাধ্যমে। লুনার সোসাইটি তাঁকে লুনার সিটিজেনশিপ প্রদান করেছে এবং চাঁদের অক্ষরেখার কাছে যে জমি কিনেছেন তার সমস্ত আইনি কাগজ পাঠিয়েছেন। পরিচালক জানান, “আদপে তো চাঁদে জমির মালিকানা হয় না তবে এটার মাধ্যমে অন্তত এই লুনার ইন্টারন্যাশনাল সোসাইটিতে তাঁর নাম থাকলো। আর টেকনোলজির দ্রুত বিকাশ যেভাবে এগোচ্ছে, ভবিষ্যতে চাঁদে যাওয়া যেতেই পারে।”
তবে চাঁদে জমি কেনার মাধ্যমে আসলে তিনি ভরতীয় নাগরিক হিসেবে নিজের গর্ব প্রকাশ করেছেন। যদিও এই মুহূর্তে তিনি তাঁর আগামী ছবি ‘দেবী চৌধুরানীর’ প্রিপ্রোডাকশন নিয়েই ব্যস্ত। আগামী নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে শ্যুটিংএর কাজ শুরু হওয়ার কথা।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবীচৌধুরানীকে বড় পর্দায় আনছেন। দেবীচৌধুরানীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় , কিঞ্জল নন্দ ছাড়াও রয়েছে অনেকে। এই ছবির জন্য লোকেশন রেইকি থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তবে এরই মাঝে চাঁদের মাটিতে জমি কিনে ভারতের চন্দ্রযান৩ এর ইতিহাসিক সাফল্যে ভারতীয় হিসেবে নিজের ছোট্ট অবদান রাখতে চেয়েছেন।





