AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koel-Jeet Relation: ‘কোয়েল যদি কোনও ভুল করে, ঘরে নিয়ে গিয়ে…’ কী করার কথা বললেন জিৎ?

Tollywood Relation: সহজে তাঁদের মধ্যে কখনও কোনও সমস্যা তৈরি হয় না। উল্টে কোয়েলের সঙ্গে তিনি বেশ সহজ, সেই কথাই বলেছিলেন তিনি। পাশাপাশি এও জানিয়েছিলেন, সেটে সর্বক্ষণ কোয়েলের সঙ্গে মজা ঠাট্টা করেই কাটিয়ে দেওয়া যায়। 

Koel-Jeet Relation: 'কোয়েল যদি কোনও ভুল করে, ঘরে নিয়ে গিয়ে...' কী করার কথা বললেন জিৎ?
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 1:39 PM
Share

কোয়েল মল্লিক, টলিউডে পা রেখেছিলেন নাটেরগুরু ছবির হাত ধরে, বিপরীতে ছিলেন অভিনেতা জিৎ। সাথী ছবি দিয়ে যাঁর সিনেপাড়ায় আত্মপ্রকাশ। জিতের সঙ্গে তাঁর পর্দার সমীকরণ বরাবরই দর্শক মনে জায়গা করে নিয়েছে। একের পর এক এই জুটির ছবি হিট। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন তাঁরা। তবে পর্দার পিছনে তাঁদের সম্পর্কের সমীকরণ কেমন? এই প্রসঙ্গেও একবার মুখ খুলেছিলেন অভিনেত্রী ও অভিনেতা। এক সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন, কোয়েল তাঁর পারিবারিক বন্ধু। তাঁর সঙ্গে জিতের সম্পর্ক তাই বেশ মজবুত। সহজে তাঁদের মধ্যে কখনও কোনও সমস্যা তৈরি হয় না। উল্টে কোয়েলের সঙ্গে তিনি বেশ সহজ, সেই কথাই বলেছিলেন তিনি। পাশাপাশি এও জানিয়েছিলেন, সেটে সর্বক্ষণ কোয়েলের সঙ্গে মজা ঠাট্টা করেই কাটিয়ে দেওয়া যায়।

তবে যদি কখনও কোয়েল কোনও ভুল করেন? এই প্রশ্নের উত্তর জিৎ জানিয়েছিলেন, এমনটা হয় না, যদি হয় তবে তিনি প্রকাশ্যে কিছুই বলবেন না। তাঁকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ব্যক্তিগত আলোচনার স্তরেই রাখবেন সেই সমস্যাকে। অন্যদিকে কোয়েলের কথায় তিনি বেশ স্বাচ্ছন্দেই কাজ করেন জিতের সঙ্গে। তাঁদের মধ্যে থাকা সহজ বন্ধুত্ব কাজের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। তাঁর কাছে জিৎ হলেন জ্ঞানেরগুরু। নাটের গুরু থেকে তাঁদের সফর শুরু হলেও তাঁর কাছে জিৎ এটাই। কোয়েলের কথায় জিৎ সবই জানেন। জিতের সঙ্গে তাঁর মুক্তি প্রাপ্ত শেষ ছবি হল শেষ থেকে শুরু। এই ছবিও বক্স অফিসে ভাল ফল করে। যদিও তারপর থেকে জিতের সঙ্গে কোনও ছবরি ঘোষণা করেননি তিনি। কোয়েল মল্লিক টলিপাড়ায় এখন বেশ বাছাই করেই কাজ করছেন। অন্যদিকে জিৎ-এর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি মানুষ খুব একটা বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি।