জন আব্রাহমের আগে এক মডেলের সঙ্গে ৩ বছরের সহবাস বিপাশার! প্রেমের খেলা খেলে রাতারাতি চম্পট সেই বয়ফ্রেন্ড, তারপর…
প্রায় ৩ বছর ধরে একসঙ্গে থাকতেনও তাঁরা। এমনকী, শোনা যায় বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু শেষমেশ বিপাশার সেই প্রেম টিকল না। রাতারাতিই ভেঙে গেল ৩ বছরের সম্পর্ক।

বিপাশার জীবনে প্রেম এসেছে অনেকবার। কিন্তু বিপাশা প্রাণভরে সেই প্রেমে থাকলেও, কপালে জোটেনি সেই প্রেমের শুভ পরিণতি। প্রেমের প্রতি যখন বিশ্বাসই হারিয়ে ফেলেছিলেন বিপাশা, তখনই বিপাশার জীবনে আসেন করণ সিং গ্রোভার। সেই করণের সঙ্গেই এখন তাঁর সুখের সংসার। তবে এই গল্প করণকে নিয়ে নয়, এমনকী, জন আব্রাহমকে নিয়েও নয়। বরং জনের আগে বলিউডের এক মডেল-অভিনেতাকেও মন দিয়েছিলেন বিপাশা। প্রায় ৩ বছর ধরে একসঙ্গে থাকতেনও তাঁরা। এমনকী, শোনা যায় বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু শেষমেশ বিপাশার সেই প্রেম টিকল না। রাতারাতিই ভেঙে গেল ৩ বছরের সম্পর্ক।
গপ্পোটা একটু খোলসা করা যাক। সালটা ১৯৯৬। জনপ্রিয় মডেল ও অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে ডেটিং করছিলেন বিপাশা বসু। দুজনেই তখন বলিউডে নতুন। শোনা যায়, প্রেম গভীর হতেই দুজনে ঠিক করলেন এক সঙ্গে থাকবেন। প্রায় তিন বছর একসঙ্গেই থাকতেন বিপাশা-ডিনো। গুঞ্জনে ছিল বিপাশা ও ডিনোর নাকি বিয়েও ঠিক হয়েছিল। তবে হঠাৎই একদিন ডিনোর এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। সময়টা ২০০০ সাল। তখন রাজ ছবির শুটিং করছিলেন ডিনো ও বিপাশা। শুটিং চলাকালীনই সম্পর্ক ভাঙে তাঁদের। তবে সিনেমার কাজে তার ছাপ ফেলতে দেননি বিপাশা ও ডিনো দুজনেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিনো জানিয়েছেন, বিপাশার সঙ্গে সম্পর্কটা এখনও ভুলতে পারিনি। চোখের উপর দেখেছিলাম, ওই ব্রেকআপ বিপাশাকে ভেঙেচুরে দিয়েছিল। কিন্তু ওই সময় আমার ব্রেকআপ করতেই হতো, কেননা, আমাদের সম্পর্ক, আমাদের কেরিয়ারের মাঝখানে চলে এসেছিল। পরে নিজেই বুঝতে পেরেছিলাম, বিপাশার সঙ্গে আমি যেটা করেছি, সেটা হয়তো প্রেম প্রেম খেলা। কেননা, যদি সত্যিই প্রেম করতাম তাহলে হয়তো ওভাবে ব্রেকআপ করতাম না।

