AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপনে আলিয়াকে কী দেখালেন ভিকি? মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল ছবি

এই বিশেষ মুহূর্ত আবারও প্রমাণ করল, পর্দার বাইরেও ভিকি ও আলিয়ার বন্ধুত্ব কতটা গভীর। সেই মুহূর্তই এখন অনুরাগীদের হাতে হাতে ভাইরাল। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার দাপটের কারণে এখন সেলিব্রিটিরা সহজে তাঁদের সদ্যজাতর ছবি প্রকাশ্যে আনেন না।

গোপনে আলিয়াকে কী দেখালেন ভিকি? মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল ছবি
| Edited By: | Updated on: Dec 16, 2025 | 8:11 PM
Share

বলিউডের অন্যতম চর্চিত জুটি ভিকি কৌশল ও আলিয়া ভাট। পর্দার বাইরে তাঁদের সহজ-স্বাভাবিক সম্পর্ক প্রথম নজর কেড়েছিল ২০১৮ সালে রাজি ছবির প্রচারের সময়। সেই বন্ধুত্বের ঝলক ফের দেখা গেল সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে দু’জনের মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের আচরণ দেখে অনেকেই অনুমাণ করে নেন ঠিক ঘটছে তাঁদের মধ্য়ে।

নভেম্বরে ক্যাটরিনা কাইফের প্রথম সন্তান জন্ম নেয়। ফলে শুটিং থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন ভিকি কৌশল। তাই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে দেখে আলিয়া ভাটের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই ছিল। অনুষ্ঠানে আলিয়াকে দেখা যায় এক কালো রঙের বডিকনে। প্রতিবারের মতোই আত্মবিশ্বাসী ও স্টাইলিশ লুকে ধরা দিলেন তিনি।

মঞ্চের সামনের সারিতে বসে থাকা, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সহ-অভিনেতা ভিকি কৌশলকে দেখেই আলিয়া ছুটে যান তাঁর কাছে। পাশে বসে থাকা অনন্যা পাণ্ডের সঙ্গে কথা বলেন আলিয়া। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে কিছুক্ষণ পর। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ভিকি কৌশল তাঁর মোবাইলে আলিয়াকে কিছু দেখাচ্ছেন। সেই দৃশ্য দেখে আলিয়ার প্রতিক্রিয়া ছিল নজরকাড়া—মুগ্ধতায় মুখ ঢেকে ফেলেন অভিনেত্রী। নেটিজেনদের একাংশের ধারণা, ভিকি নাকি তাঁর ও ক্যাটরিনা কাইফের সদ্যোজাত পুত্রের ছবিই আলিয়াকে দেখাচ্ছিলেন। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা অসম্ভব।

এই বিশেষ মুহূর্ত আবারও প্রমাণ করল, পর্দার বাইরেও ভিকি ও আলিয়ার বন্ধুত্ব কতটা গভীর। সেই মুহূর্তই এখন অনুরাগীদের হাতে হাতে ভাইরাল। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার দাপটের কারণে এখন সেলিব্রিটিরা সহজে তাঁদের সদ্যজাতর ছবি প্রকাশ্যে আনেন না। এক-দু’বছর পর সাক্ষাৎ হয় স্টারকিডদের সঙ্গে। তবে আলিয়া ভিকি-ক্যাটরিনার কাছে পরিবারের মতো। তাই বন্ধুকে নিজের সন্তানের ছবি আনন্দের সঙ্গেই দেখিয়েছেন তিনি।