বিদেশ থেকে ফিরেই প্রেমানন্দ মহারাজের কাছে ছুটলেন বিরাট- অনুষ্কা! বিরুষ্কাকে দেখতেই কী বললেন মহারাজ?
সম্প্রতি বৃন্দাবনের বরাহ ঘাটে অবস্থিত প্রেমানন্দজি মহারাজের আশ্রমে তাঁর সঙ্গে দেখা করেন বিরাট ও কোহলি। তথ্য বলছে, প্রায় আধঘণ্টা ধরে প্রেমানন্দ মহারাজের সঙ্গে কথা বলেছেন বিরুষ্কা। জানা যাচ্ছে, অনুষ্কা ও বিরাটকে আলাদা ডেকে ভাল থাকার গোপন মন্ত্রও দিয়েছেন মহারাজ।

গত সপ্তাহেই দুই সন্তানকে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আর সপ্তাহ ঘুরতেই বিরুস্কা ছুটলেন প্রেমানন্দ মহারাজের সাক্ষাতে। সম্প্রতি বৃন্দাবনের বরাহ ঘাটে অবস্থিত প্রেমানন্দজি মহারাজের আশ্রমে তাঁর সঙ্গে দেখা করেন বিরাট ও কোহলি। তথ্য বলছে, প্রায় আধঘণ্টা ধরে প্রেমানন্দ মহারাজের সঙ্গে কথা বলেছেন বিরুষ্কা। জানা যাচ্ছে, অনুষ্কা ও বিরাটকে আলাদা ডেকে ভাল থাকার গোপন মন্ত্রও দিয়েছেন মহারাজ।
প্রেমানন্দ মহারাজের সঙ্গে কী কথা হল দুজনের?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি এবং অনুষ্কা প্রেমানন্দ জী মহারাজের সঙ্গে একটি আধ্যাত্মিক কথোপকথনে অংশ নিয়েছেন। ভজন মার্গের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এই ভিডিওটিতে প্রেমানন্দ মহারাজ কোহলি ও অনুষ্কাকে তাঁদের কর্মকে “ভগবানের সেবা” হিসেবে গণ্য করার কথা বলেন।
প্রেমানন্দ মহারাজ দম্পতিকে বলেন, ” নিজেদের কার্যক্ষেত্রকে ভগবানের সেবা ভাবতে হবে। বিনম্র থাকতে হবে। ভগবানের নাম জপ করতে হবে। তাহলে শান্তি আসবে, জীবনে সাফল্য আসবে। মধুর হবে সম্পর্ক।”
View this post on Instagram
এ বছর এই নিয়ে তৃতীয়বার বৃন্দাবন দর্শন করলেন এই দম্পতি। গত সপ্তাহেই তাঁরা লন্ডন থেকে ভারতে ফিরেছেন। এর আগে, এই বছরের জানুয়ারিতে, বিরাট, অনুষ্কা শর্মা এবং তাঁদের সন্তানরা প্রেমানন্দজি মহারাজের আশীর্বাদ নিতে বৃন্দাবনে এসেছিলেন। এছাড়াও, এই বছরের মে মাসে কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করার পরের দিনও দম্পতি প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নেন।
