মেয়ে সারার সামনেই কী বলে ফেললেন? করিনার সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে ‘বেফাঁস’ সইফ

Bollywood Gossip: মুহূর্তে যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, বদলে যে উত্তর দিয়েছিলেন সইফ তা আরও ভয়ানক। পাশেই বসে রয়েছে মেয়ে। এক কথায় যেন ভুলেই গেলেন সইফ।

মেয়ে সারার সামনেই কী বলে ফেললেন? করিনার সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে 'বেফাঁস' সইফ
Follow Us:
| Updated on: Nov 08, 2024 | 3:20 PM

করিনা কাপুর খান, বরাবরই তাঁর সম্পর্ক ঘিরে বলিউডের অন্দরমহলে নানা জল্পনা জায়গা করে নিয়েছে। কখনও শাহিদ কাপুর কখনও আবার সইফ আলি খান, একবার শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি সামনে এসেছিল করিনা কাপুরের। যা মিম আকারে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তখন যাব ইউ মেট ছবির শুটিং-এ ব্যস্ত জুটি। একে অপরকে মনও দিয়েছিলেন। সেই মুহূর্তেই ঘনিষ্ট হওয়ার ছবি হয়ে যায় লিক। মুহূর্তে যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, বদলে যে উত্তর দিয়েছিলেন সইফ তা আরও ভয়ানক। পাশেই বসে রয়েছে মেয়ে। এক কথায় যেন ভুলেই গেলেন সইফ।

সইফ আলি খানের সঙ্গে বিয়ে নিয়ে রীতিমত কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। ডিভোর্স করা এক পাত্রকে বিয়ে করলে কেরিয়ার শেষ হয় যাবে। এমনটাই উপদেশ দিয়েছিলেন তিনি। করিনা স্পষ্টই জানিয়ে ছিলেন যে তাঁর কেরিয়ারে এর কোনও প্রভাবই পড়বে না। তিনি প্রমাণ করেন তা। ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে প্রেম, সবটা নিয়ে সারাও ছিলেন তাঁর সৎমায়ের সামনে বেশ সাবলীল। তবে এখন সারার জীবনে তেমন কোনও সম্পর্কের ইঙ্গিত নেই।

সারা আলি খান বরাবরই সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছেন। তাঁর বোল্ড উপস্থিতি পর্দায় ঝড় তোলে। ভক্তমনে তিনি প্রথম থেকেই জায়গা করে নিয়েছেন। যদিও কম যান না তাঁর বাবা সইফ আলি খানও। এখনও দাপটের সঙ্গে পর্দায় রাজত্ব করছেন তিনি। অন্যদিকে করিনা কাপুর খান এখনও বলিউড কাঁপাচ্ছেন। সদ্য মুক্তি পেয়েছে