Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের জন্য ভাঙে সলমন-ঐশ্বর্য সম্পর্ক? মেজাজ হারিয়ে কী সিদ্ধান্ত নেন কিং

Relationship Gossip: তখন চলছে ছবি চলতে চলতে-র শুটিং। শুটিং সেটে শাহরুখ খানও ঐশ্বর্য, ঠিকই পড়েছেন, চলতে চলতে ছবির নায়িকা ছিলেন ঐশ্বর্য। তবে নিত্যদিন সলমন খান সেটে এসে ঐশ্বর্যের সঙ্গে দেখা করা শুরু করেন।

শাহরুখের জন্য ভাঙে সলমন-ঐশ্বর্য সম্পর্ক? মেজাজ হারিয়ে কী সিদ্ধান্ত নেন কিং
Follow Us:
| Updated on: Dec 14, 2024 | 3:16 PM

সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে প্রতিটা ধাপে যেভাবে সলমন খান ও ঐশ্বর্য নিজেদের রিয়েল লাইফ প্রেম প্রমাণ করেছেন, তা অস্বীকার করার কোনও অবকাশই নেই। বাস্তবের প্রেম রিল লাইফে যেন শতগুণে ফুলে ফেঁপে উঠেছিল। তখন থেকেই এই জুটির প্রেম কাহিনি সকলের মুখে মুখে ফেরে। তবে মাত্র দু’বছরের মাথায় ঘটে ছন্দপতন।

সলমন খানকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি সাফ জানিয়েছিলেন, এই সম্পর্কে থাকা তাঁর পক্ষে সম্ভবপর নয়। তবে কেন এমনটা ঘটে! তখন চলছে ছবি চলতে চলতে-র শুটিং। শুটিং সেটে শাহরুখ খানও ঐশ্বর্য, ঠিকই পড়েছেন, চলতে চলতে ছবির নায়িকা ছিলেন ঐশ্বর্য। তবে নিত্যদিন সলমন খান সেটে এসে ঐশ্বর্যের সঙ্গে দেখা করা শুরু করেন।

নিয়ে বেরিয়ে যেতেন, এতে শুটিং-এ সমস্যা দেখা দিতে শুরু করে, ঐশ্বর্যও প্রতিবাদ করতে শুরু করেছিলেন। কিন্তু সকলের সামনেই সলমন খান ঐশ্বর্যকে অপমান করে চড় মারতে গেলে ঘটে বিপত্তি। অশান্তি এড়াতে শাহরুখ খান স্থির করেন ছবির নায়িকা পাল্টে ফেলবেন। যার বদলে সেই স্থানে আসেন রানি মুখোপাধ্যায়। এতে ঐশ্বর্যের কাছে স্পষ্ট হয়ে যায় এই সম্পর্ক তাঁর কেরিয়ারে বড় ছাপ ফেলছে। তিনি নিজের সম্মান বাঁচাতে ও অস্বস্তি কাটাতে স্থির করেন সলমন খানকে ছাড়বেন। সলমন খানকে প্রতারনা নয়, বরং প্রতিটা পদে পদে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন ঐশ্বর্য।