AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হ্যাঁ ওকেই, তবে…’! দিতিপ্রিয়ার ফুটবলার প্রেমিকের পরিচয় ফাঁস, চেনেন?

Ditipriya Roy: হাতেগোনা কয়েকজনের সঙ্গে নিজের প্রেমিকের পরিচয় শেয়ার করেছিলেন তিনি। চাননি সম্পর্ক সামনে আসুক। তবে তা আর রইল না। প্রকাশ্যে দিতিপ্রিয়ার 'ঋভুবাবু'র প্রেমিকের পরিচয়।

'হ্যাঁ ওকেই, তবে...'! দিতিপ্রিয়ার ফুটবলার প্রেমিকের পরিচয় ফাঁস, চেনেন?
| Updated on: Aug 30, 2024 | 6:58 PM
Share

হাতেগোনা কয়েকজনের সঙ্গে নিজের প্রেমিকের পরিচয় শেয়ার করেছিলেন তিনি। চাননি সম্পর্ক সামনে আসুক। তবে তা আর রইল না। প্রকাশ্যে দিতিপ্রিয়ার ‘ঋভুবাবু’র প্রেমিকের পরিচয়। প্রেমিক যে বিনোদন জগতের কেউ নন, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। জানিয়ে রাখা যাক তাঁর বয়ফ্রেন্ড পেশায় ফুটবলার। চেন্নাইয়িন এফসির বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। সম্পর্কের সত্যতাকে মান্যতা দিয়েই দিতিপ্রিয়া টিভিনাইন বাংলাকে বলেন, “প্রথম থেকেই চেয়েছিল সম্পর্কটা প্রাইভেট থাকুক। এখনও তাই চাইছি। এই নিয়ে অহেতুক আলোচনা হোক তা আমরা কেউই চাই না।”

চেন্নাই এফসির গোলকিপার শমীক, শিলিগুড়ির ছেলে। ২০২৭ সাল পর্যন্ত চেন্নাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ শমীক। দিতিপ্রিয়ার বাড়ির সকলেও জানেন এই সম্পর্কের বিষয়ে। বাড়িতেও রয়েছে যাতায়াত। এর আগে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, শমীক আসার পর তাঁর মায়ের ভালবাসা ভাগ হয়ে গিয়েছে। তাঁর থেকে প্রেমিকই এখন বেশি আপন। আপাতত বিয়ের কোনও প্ল্যান নেই তাঁদের। দু’জনেই নিজেদের কেরিয়ার নিয়ে ফোকাস।

View this post on Instagram

A post shared by Samik Mitra (@_samikmitra_)