‘আমি দুঃখিত…’, ক্ষমা চেয়ে কাকে কোন প্রতিশ্রুতি দিলেন সুপারস্টার দেব?
Dev: এবার 'খাদান' নিয়ে হাজির টিম দেব। সঙ্গে যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। সামনেই ছবির মুক্তি। তাই গোটা বাংলায় এখন ছবির প্রচারে ব্যস্ত 'খাদান' টিম। আর তারই মাঝে এমন কী ঘটল, যার জন্য ক্ষমা চেয়ে নিলেন দেব?
সুপারস্টার দেব মানেই অনুরাগীদের কাছে আবেগ। টলিপাড়ার ‘খোকাবাবু’ আবারও পর্দায় ফিরছেন পুরোনো মেজাজে। ‘রাজা’র মতো। মাঝে বেশ কয়েক বছর তিনি ব্যস্ত ছিলেন অন্য ধারার ছবি করতে। পারিবারিক ছবি, যেখানে সুপারস্টার, হিরোর তকমা সরিয়ে রেখে তিনি কেবলই চরিত্র হয়ে উঠেছিলেন পর্দায়। সেখানেও বাজিমাত। তবে যাঁরা তাঁর অ্যাকশনের ভক্ত, তাঁদের জন্য এবার ‘খাদান’ নিয়ে হাজির টিম দেব। সঙ্গে যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। সামনেই ছবির মুক্তি। তাই গোটা বাংলায় এখন ছবির প্রচারে ব্যস্ত ‘খাদান’ টিম। আর তারই মাঝে এমন কী ঘটল, যার জন্য ক্ষমা চেয়ে নিলেন দেব?
নাহ, ভিড়ের মাঝে তাঁর ভক্তরা হারিয়ে যায় না। তিনি ভালবাসার মর্যাদা রেখে এসেছেন বরাবর। এবারও মিলল তেমনই এক উদাহরণ। সম্প্রতি মধ্যগ্রামে ছবির প্রচারে গিয়েছিলেন তিনি। দেব আসছে, এই খবর ছড়িয়ে পড়তেই চিড়ে চ্যাপ্টা ভিড় জমে যায়। ফলে এক অনুরাগী দেখাই করে উঠে পারেন না দেবের সঙ্গে। অভিমান উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন– “স্টারডম থাকা ভাল কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কী দরকার! যেখানে ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।”
Extremely sorry Mohona for this .will try my level best to meet u next time ❤️
Thanx for all ur support for #Khadaan 🙏🏻 https://t.co/nBF9gOcEfF
— Dev (@idevadhikari) December 9, 2024
অনুরাগীর এই ভালবাসা দেখে মোটেও মুখ ফেরালেন না অভিনেতা। নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে আনলেন পোস্ট। দিলেন উত্তরও। চেয়েনিলেন ক্ষমাও। দিলেন কথা। লিখলেন, “এর জন্য খুবই দুঃখিত মোহনা। পরের বার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব। খাদানকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।”