Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দেখা যাচ্ছে…’, সকলের সামনে চোখ পাকিয়ে মেয়েকে শাসন শ্রীদেবীর

Janhvi Kapoor: ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় তাঁর এক একটি পোস্ট। অতীতেই তার প্রমাণ মিলেছিল একাধিকবার। একবার এক পার্টিতে একটি গাউন পরেছিলেন জাহ্নবী, যেখানে দেখা যাচ্ছিল তাঁর বক্ষবিভাজিকা। সামনে থাকা পাপরাজিৎরা ছেঁকে ধরে জাহ্নবীকে।

'দেখা যাচ্ছে...', সকলের সামনে চোখ পাকিয়ে মেয়েকে শাসন শ্রীদেবীর
Follow Us:
| Updated on: Mar 17, 2024 | 7:31 PM

খুশি ও জাহ্নবী, দুজনকেই বেশ সামলে রাখতেন শ্রীদেবী। তাঁদের লুক থেকে শুরু করে তাঁদের পোশাক, সাজ সব বিষয় তাঁর মতামতই ছিল শেষ কথা। কিন্তু বর্তমানে দুই বোনই নিজের মর্জির মালিক। খোলা মেলা পোশাকে শ্রীদেবী দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি কখনই পছন্দ করতেন না শরীর দেখানো পোশাক। যা বর্তমানে জাহ্নবীর কাছে জলভাত। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় তাঁর এক একটি পোস্ট। অতীতেই তার প্রমাণ মিলেছিল একাধিকবার। একবার এক পার্টিতে একটি গাউন পরেছিলেন জাহ্নবী, যেখানে দেখা যাচ্ছিল তাঁর বক্ষবিভাজিকা। সামনে থাকা পাপরাজিৎরা ছেঁকে ধরে জাহ্নবীকে।

কিন্তু ছবি তুলতে দিতে নারাজ ছিলেন সেদিন শ্রীদেবী, সকলের মাঝেই ভরা পার্টি থেকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন জাহ্নবীকে, চোখের কোলে তখন সেলেব কন্যার জল। বিটাউনে তখনও ঘটেনি অভিষেক। তবে এখন তা অতীত, বর্তমানে জাহ্নবী কাপুর দাপিয়ে বেড়াচ্ছেন বি-টাউন, একের পর এক ছবি তাঁর নেট দুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল। খোলামেলা পোশাকে পোজ় দিতে তিনি সিদ্ধ হস্ত। তবে মা থাকলে হয়তো এমনটা নাও হতে পারত।

কারণ শ্রীদেবী তাঁকে জানিয়েছিলেন, পাপরাজিৎরা সমালোচনা করার কোনও সুযোগ ছাড়ে না, তাই নিজেকে নিয়ে সচেতন হওয়া উচিৎ, যদিও জাহ্নবী নিজের ফ্যাশন নিয়ে যথেষ্ট সচেতন, খোলামেলা পোশাকে সাবলীলতাই এখন তাঁর অন্যতম বৈশিষ্ট্য। শ্রীদেবী বরাবরই তাঁর মেয়েদের নিয়ে বিশেষ সচেতন। কার সঙ্গে ঘুরছে, কোথায় যাচ্ছে, কী পোশাক পরছে, সবটাতেই থাকত তাঁর কড়া নজর। জাহ্নবীর কথায়, তাঁর মা মনে করতেন, যে তিনি ভীষণ বোকা, পুরুষ সঙ্গী বাছাই করে উঠতে পারবেন না। তাই চোখে চোখেই রাখতেন জাহ্নবীকে।